ওয়েব ডেস্ক: মাটির নিচ থেকে হুহু করে বেরচ্ছে ঘন কালো ধোঁয়া।  ছাইয়ে ভরে গেছে এলাকা।  আতঙ্কে ঘরদোর ছেড়ে পালাচ্ছেন  বাসিন্দারা। আশ্রয় নিচ্ছেন অন্য কোনও এলাকায়।  এছবি আসানসোলের জামুরিয়ার কেন্দা গ্রামের। অতি বৃষ্টির জেরে জলমগ্ন আসানসোলের বিস্তীর্ণ এলাকা। আর জামুরিয়ার কেন্দায় মাটির নিচ থেকে বেরচ্ছে কালো বিষাক্ত ধোঁয়া। জোড়া আতঙ্কে ভুগছেন শিল্পাঞ্চলের মানুষ।  


কয়েকদিন ধরে টানা বৃষ্টির কবলে শিল্পাঞ্চল। মঙ্গলবার রাতে জামুরিয়ায় কেন্দা গ্রামের মনসা মন্দির এলাকায় ধস নামে। কুড়িটিরও বেশি বাড়ি ভেঙে পড়ে।  প্রায় ৫০ ফুট গভীর গর্ত হয়ে যায়। আর সেই গর্ত থেকেই বেরতে থাকে কালো বিষাক্ত ধোঁয়া। ছাইয়ে ভরে যায় গোটা এলাকা। এর আগেও এই জায়গায় ধস নেমেছিল। একই জায়গায় বারবার ধস নামায় এলাকায় আতঙ্ক ছড়ায়। আরও বড়সড় বিপদের আশঙ্কায় ভিটেমাটি ছেড়ে পাশের একটি স্কুলে আশ্রয় নিয়েছেন স্থানীয়রা। অবিলম্বে পুনর্বাসনের দাবি জানিয়েছেন তাঁরা। সম্প্রতি বেলবাধ এলাকাতেও ধস নেমে মাটির নীচ থেকে আগুন বের হয়। সেই আগুন মাটির নীচে বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়েছে কিনা, খতিয়ে দেখছে ECL কর্তৃপক্ষ।