নিজস্ব প্রতিবেদন : পূর্বাভাস মিলিয়ে বুধবার ভোরেই ধেয়ে এল ঝড়। সঙ্গে তুমুল বৃষ্টি। সোমবার সন্ধ্যার পর থেকে দফায় দফায় ঝড় সঙ্গে বজ্রবিদ্যুত্সহ বৃষ্টি হানা দিয়েছে রাজ্যের বিভিন্ন জায়গায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মঙ্গলবার হাওয়া অফিসের পূর্বাভাস ছিল, রাঢ়বঙ্গ ও গাঙ্গেয় উপত্যকার একাংশে তুমুল ঝড়বৃষ্টি হতে পারে। ৪৮ ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলেও হাওয়া অফিসের পূর্বাভাস ছিল। সেই মতো, ভোর থেকেই দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় শুরু হয় ভারী বৃষ্টি সঙ্গে ঝোড়ো হাওয়া৷


সব থেকে বেশি ঝড় হতে পারে মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, নদিয়া ও উত্তর ২৪ পরগনার একাংশে। ভারী বৃষ্টি হতে পারে কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, পশ্চিম বর্ধমান, কলকাতা, হাওড়া, হুগলির একাংশ উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনার একাংশে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার পাশাপাশি এদিন ভোরে কলকাতাতেও প্রবল বেগে হাওয়া বয়ে যায়৷ শুরু হয় বৃষ্টি৷


আরও পড়ুন - শাসকদের বিরুদ্ধে ফেসবুকে পোস্ট, অধ্যাপকের বিরুদ্ধে এফআইআর