নিজস্ব প্রতিবেদন:  অবশেষে গরম ও ঘর্মাক্ত অস্বস্তিকর আবহাওয়া থেকে মুক্তির সম্ভাবনা আগামী ৪৮ ঘণ্টাতে। বেশ কিছু দিন ধরে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি ছাড়া,  ভারী বৃষ্টি না হওয়ায় দিনের তাপমাত্রা রাজ্য জুড়ে বৃদ্ধি পেয়েছে। এর সঙ্গে আদ্রতা বেশী থাকায়,  চরম অস্বস্তিতে থাকতে হচ্ছে দক্ষিণবঙ্গবাসীদের। এমন পরিস্থিতিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে আবার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: জুতোর দোকানে দুই যুবকের সঙ্গে এসেছিল এই মেয়ে, তারপর প্রকাশ্যে যে কাণ্ড ঘটাল, তা দেখে চক্ষু চড়কগাছ দোকানির


 প্রশান্ত মহাসাগর থেকে আগত শক্তিশালী ঘূর্ণিঝড় ভিয়েতনামে আছড়ে পড়ার পর তা ক্রমশই পশ্চিমের দিকে সরতে থাকে। যা বঙ্গোপসাগরে উপকূলের কাছে সরে আসার ফলে আগামী ৪৮ ঘণ্টাতে উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। যা শক্তি বৃদ্ধি করে পশ্চিম উত্তর পশ্চিমে সরতে পারে। এর ফলেই,  রবিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাবে। বিশেষত আগামী ২-৩দিন দক্ষিণবঙ্গে ভালো ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গে এখনই কোনো ভারী বর্ষণের সম্ভাবনা নেই।


নিম্নচাপ মধ্য ভারতের দিকে সরে গেলেও,  নিম্নচাপ অক্ষরেখা পশ্চিমবঙ্গের উপরে চলে আসার ফলে, আগামী সপ্তাহ জুড়েই কম-বেশি রোজ বৃষ্টির সম্ভাবনা থাকছে। এখন শুধু ভারী বর্ষণের অপেক্ষা দক্ষিণবঙ্গের।