নিজস্ব প্রতিবেদন: উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। এর প্রভাবে ২১ থেকে ২৪ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বৃষ্টি হতে পারে। এমনটাই পূর্বাভাস আবহাওয়া দফতরের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-গত ২০ দিনে পূর্ব লাদাখের নতুন ৬টি শৃঙ্গের নিয়ন্ত্রণে ভারতীয় সেনা     


সোমবার ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়ার কয়েকটি জায়গায়। ওইসব জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি, বীরভূম, দুই বর্ধমান ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। মঙ্গলবারও ওই দুই জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


আরও পড়ুন-খারাপ আবহওয়ায় পিছোল মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর, বৈঠক ২৯-৩০ সেপ্টেম্বর


এদিকে, এই নিম্নচাপের প্রভাবে বৃষ্টিতে ভিজবে উত্তরবঙ্গের কয়েকটি জেলাও। সোমবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, আলিপুরদুয়ার,জলপাইগুড়ি, কোচবিহার ও কালিম্পংয়ে। মঙ্গলবার অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, আলিপুরদুয়ার ও কালিম্পংয়ে। এছাড়াও ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে মালদা ও দুই দিনাজপুরে।


বুধ ও বৃহস্পতিবারও বৃষ্টির কথা জানিয়েছে আবহাওয়া দফতর। বৃষ্টি হবে মূলত উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়।