Jalpaiguri: শেষ পর্যন্ত মা মুরগিই ধরিয়ে দিল ভয়ংকর ডিম-চোরকে...
একদিন তার নিজের ঘরে ডিম চোরকে দেখতে পেয়েই মা মুরগি তীব্র চিৎকার শুরু করে দিল। মুরগিমায়ের এ হেন চিৎকারে গৃহস্থেরা ছুটে আসেন।
প্রদ্যুৎ দাস: দিনের পর দিন চুরি হচ্ছে ডিম। কী ব্যাপার? কে করছে চুরি? বহুদিন থেকেই এ নিয়ে মুরগি প্রতিপালক রীতিমতো চিন্তিত। কিন্তু কোনও কিনারা করতে পারেননি তাঁরা। শেষ পর্যন্ত ভয়ংকর এক ডিম-চোরকে ধরিয়ে দিল খোদ মা-মুরগিই! ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি সদর ব্লকের অধীন বেরুবাড়ি সংলগ্ন ঠাকুরপাড়া এলাকায়।
একদিন তার নিজের ঘরে ডিম চোরকে দেখতে পেয়েই মা মুরগি তীব্র চিৎকার শুরু করে দিল। মুরগিমায়ের এ হেন চিৎকারে গৃহস্থেরা ছুটে আসেন।
দৃশ্য দেখে তাঁদেরও আত্মারাম প্রায় খাঁচা-ছাড়া হওয়ার জোগাড়। তাঁরা দেখেন, মুরগির ডিম নিয়ে পালানোর চেষ্টা করছে পূর্ণবয়স্ক এক গোখরো। বাড়ির লোকজনেরা দ্রুত খবর দেন জলপাইগুড়ির পরিচিত পরিবেশপ্রেমী বিশ্বজিৎ দত্ত চৌধুরীকে। তিনি গিয়ে গোখরো সাপটিকে উদ্ধার করে নিরাপদ স্থানে ছেড়ে দেন। পাশাপাশি মানুষকে সাপ নিয়ে সচেতনও করেন বলে জানা যায়।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)
আরও পড়ুন: Malbazar: বিশাল আকারের মাছ দেখতে ভিড় জমল বাজারে, কিনলেনও অনেকে