নিজস্ব প্রতিবেদন:  পোলেরহাটে বিরোধীদের মনোনয়ন জমা নিশ্চিত করতে হবে কমিশনকে। আর তা না করলে, আদালত অবমাননা করা হবে। সোমবার নির্বাচন কমিশনকে আবারও তার দায়িত্ববোধ মনে করিয়ে দিল হাইকোর্ট।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: যুবকের মৃত্যুতে অগ্নিগর্ভ বীরভূম, 'বঁটিতে শান দিচ্ছেন গ্রামবাসীরা'!


মনোনয়নে বাধা দেওয়ার অভিযোগ তুলে সোমবার হাইকোর্টের দ্বারস্থ হন ভাঙড় আন্দোলনের নেত্রী শর্মিষ্ঠা চৌধুরী। অভিযোগ, সোমবার  মনোনয়ন জমা দিতে গিয়ে বাধার মুখে পড়েন পোলেরহাট গ্রাম পঞ্চায়েতের এগারোজন ইচ্ছুক প্রার্থী।


আরও পড়ুন: ফেসবুকে শাঁখা সিঁদুর পরা ছবি দেখেই তরুণীকে হবু স্বামীর ফোন! তারপর...


হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদার কমিশনারকে বিষয়টি টেলিফোনে খোঁজ নিতে নির্দেশ দেন। খোঁজ নিয়ে কমিশন কোর্টরুমে বিষয়টি জানায়। এরপর বিচারপতি  নির্দেশ দেন, সকলেই যাতে মনোনয়ন জমা দিতে পারেন, সেই ব্যবস্থা করতে হবে কমিশনারকে। যদি এই কাজ না করা হয়, তাহলে আদালত অবমাননা হবে বলেও জানান  বিচারপতি।  মঙ্গলবার সকালে কমিশনকে রিপোর্টে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।