নিজস্ব প্রতিবেদন : বাবা রাজমিস্ত্রি। মা বিড়ি শ্রমিক। বই জোগাড় করতেই হিমসিম। এমন পরিস্থিতিতে অনেকের পড়াশোনাই অনিশ্চিত হয়ে যায়। সেখানে রাজ্যে হাই মাদ্রাসা পরীক্ষায় প্রথম হয়ে সামাজিক কাঠামোকে ভুল প্রমাণ করলেন নসিফা খাতুন। মেধা, পড়াশোনার প্রতি ভালোবাসা ও অক্লান্ত পরিশ্রম দিয়ে মেধা তালিকার শীর্ষে মুর্শিদাবাদের জঙ্গিপুরের নসিফা। মোট ৭৭১ নম্বর পেয়েছেন তিনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এক ভাই ও আরও দুই বোন রয়েছে নসিফার। রাজমিস্ত্রির কাজ করে সংসার চালাতে বেশ হিমসিম খেতে হয় নসিফার বাবা তোয়াব শেখকে। সংসারে যাতে বাড়তি কিছু টাকা আসে, তাই বিড়ি বাঁধার কাজ করেন নসিফার মা জোসেনূর বিবি। 


মা-বাবার এই পরিশ্রম বিফলে যেতে দিতে চায়নি নসিফা। তিনি বলেন, "ছোট থেকে খুব কষ্ট করে পড়াশোনা করে আজ সাফল্য এসেছে। আমি ভীষণ খুশি। ভবিষ্যতে বিজ্ঞান নিয়ে পড়াশোনার ইচ্ছা রয়েছে।" তাঁর কোনও গৃহশিক্ষক ছিল না বলেও জানান নসিফা।


তবে, উচ্চশিক্ষার খরচ নিয়ে এখন চিন্তিত নসিফার মা-বাবা। তবে, মেয়ের মেধা যাতে আরও উজ্জ্বল হওয়ার সুযোগ পায়, তার সমস্ত চেষ্টা করবেন বলে জানিয়েছেন তাঁরা।
আরও পড়ুন : "ইউজিসি নিয়ে উনি কী ব্যবস্থা করেছেন?"