নিজস্ব প্রতিবেদন : বর্ষা পড়তেই গিন্নির আবদার, ইলিশ নিয়ে এস। কিন্তু বাজারে দেখা নেই রুপোলি শস্যের। আর যদি বা দেখা মেলে, তাতে হাত ছোঁয়াতে গেলেই হাতে ছ্যাঁকা লাগছে। অগ্নিমূল্য ইলিশ। কোথাও ১৫০০, কোথাও ১৩০০।  আকারে ছোট হলে দর একটু কম, ৬০০-৭০০। তবে, অত দর দিয়ে কিনেও যে ভালো ইলিশ মিলবে তার কোনও গ্যারান্টি নেই।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দীর্ঘদিন সমুদ্রে মাছ ধরা নিষেধ ছিল। নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর দিঘা থেকেই প্রায় আড়াই হাজার ট্রলার মাছ ধরতে রওনা হয়েছিল। কিন্তু আবহাওয়া খারাপ থাকায় বেশকিছু ট্রলার ফেরত চলে আসতে বাধ্য হয়। অন্যদিকে মাছ নিয়ে যে ট্রলারগুলি ফিরে এসেছে, সেগুলিতেও ইলিশের পরিমান খুবই কম। আমদানি কম হওয়াতেই ঊর্ধ্বমুখী ইলিশের দাম। যে কারণে দিঘা মোহনায় ট্রলার থেকে নামানো কেজিখানেক টাটকা ইলিশের দাম দেড়হাজার টাকা।


আরও পড়ুন, বিদ্যুতের খুঁটির মাথায় ২২ ঘণ্টা! টানটান উত্তেজনার পর 'নাটকীয়' পরিণতি


মাছ ধরতে যেতে ট্রলার প্রতি প্রায় আড়াই লাখ টাকা খরচ হয়। মত্স্যজীবীরা জানিয়েছেন, সেই টাকাটাও উঠছে না। স্বাভাবিকভাবেই ইলিশের দর প্রচণ্ড চড়া। মত্স্যজীবীরা বলছেন, আবহাওয়ার পরিবর্তন না হলে ইলিশ পাওয়া মুশকিল। অতএব, বাঙালিকে ইলিশের রসনাতৃপ্তি করতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।