ওয়েব ডেস্ক : সন্দেশখালিকাণ্ডে রাজ্যকে তিরস্কার হাইকোর্টের। এখনও কেন প্রাথমিক মেডিক্যাল রিপোর্ট নেই? সরকার কি ঘটনাকে গুরুত্ব দিচ্ছে না? সরকারি আইনজীবীকে আজ প্রশ্ন করেন প্রধান বিচারপতি। একইসঙ্গে তদন্তের অগ্রগতি জানিয়ে ২ সপ্তাহের মধ্যে রিপোর্ট তলব করেছে হাইকোর্ট।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নির্ভয়াকাণ্ডের বীভত্সতার পুনরাবৃত্তি সন্দেশখালিতে। গণধর্ষণের শিকার হন ৬১ বছরের বৃদ্ধা। ধর্ষণের পর বৃদ্ধার যৌনাঙ্গে লোহার রড, গাছের গুঁড়ি, ভাঙা বোতল ঢুকিয়ে দেয় দুষ্কৃতীরা। এরপর কাঁটাঝোপ চাপা দিয়ে নির্যাতিতাকে ঠেলে দেওয়া হয় মৃত্যুর মুখে।


বীভত্স এই ঘটনাটি ঘটে ৪ জুলাই। কাঁটাঝোপ থেকে রক্তাক্ত অবস্থায় ওই বৃদ্ধাকে উদ্ধার করেন গ্রামের মানুষ। ভর্তি করা হয় ন্যাশনাল মেডিক্যালে। হাসপাতালের বিছানায় শুয়েই সেই দুঃসহ ঘটনার বর্ণনা দেন নির্যাতিতা। ২২দিন ICU-তে যমে-মানুষে টানাটানির পর মৃত্যু হয় ওই বৃদ্ধার।


আরও পড়ুন, অনাহারে, বিনা পোশাকে মানসিক নির্যাতন; জলপাইগুড়ির জোড়া খুনে চাঞ্চল্যকর তথ্য!