কবে প্রকাশিত হচ্ছে উচ্চ মাধ্যমিকের ফল? জানাল বোর্ড
যাঁরা অনলাইনে ফলাফল জানতে চান, তারা নিম্নলিখিত পদ্ধতিতে ফলাফল দেখতে পারেন:
নিজস্ব প্রতিবেদন: চলতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ ৮ জুন। শুক্রবার সকাল ১০টায় ফলপ্রকাশ করবেন পর্ষদ।এরপর স্কুলগুলিকে মার্কশিট বিতরণ করা শুরু হবে । বেলা ১১টার পর ওয়েবাসাইটে জানা যাবে ফল।
যাঁরা অনলাইনে ফলাফল জানতে চান, তারা নিম্নলিখিত পদ্ধতিতে ফলাফল দেখতে পারেন:
প্রথমে সরাসরি ওই ওয়েবসাইটে যেতে হবে। ক্লিক করুন এখানে wbresults.nic.in
খুলে যাবে পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব ওয়েবসাইটের হোম পেজ।
ফলাফল জানার ডিসপ্লে ডায়ালগ বক্সে প্রয়োজনীয় তথ্যগুলি দিতে হবে। ফলে হাতের কাছে রাখতে হবে রেজিস্ট্রেশন সার্টিফিকেট/অ্যাডমিট কার্ড।
তথ্য সরবরাহের পর সাবমিট ক্লিক করলে ভেসে উঠবে ফল।
এখানে থাকবে প্রিন্ট আউট নেওয়ার অপশন। প্রিন্টার সংযুক্ত থাকলে সেটা নিয়ে নেওয়া যেতে পারে।
# বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইট ছাড়াও resutls.nic.in, examresults.net বা indiaresults.com-এর মতো ওয়েবসাইটেও ফলাফল দেখা যেতে পারে।
# এসএমএস-এর মাধ্যমেও ফলাফল দেখে নিতে পারেন। WB12 (space) ROLL NUMBER টাইপ করে 56263 নম্বরে পাঠিয়ে দিন। ফলাফল চলে আসবে মোবাইলেই।