নিজস্ব প্রতিবেদন: ভারবহন ক্ষমতা কমেছে, তাই এবার হাইট বার বসতে চলেছে বিটি রোডের ওপর টালা ব্রিজে। মঙ্গলবার পূর্ত দফতরের তরফে এক নির্দেশিকা জারি করে একথা জানানো হয়েছে। পূর্ত দফতর জানিয়েছে, টালা ব্রিজ দিয়ে ভারী যান চলাচলের ফলে ব্রিজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। যাতে ভবিষ্যতে দুর্ঘটনার আশঙ্কাও থাকছে। সরকারের এই সিদ্ধান্তের ফলে টালা ব্রিজে বাস চলাচল বন্ধ করতে পারে সরকার। বালি ব্রিজ দিয়ে ডানলপ হয়ে কলকাতা শহরে পণ্যবাহী যান ঢোকার পথও বন্ধ হবে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



এদিন পূর্ত দফতরের এক আধিকারিক জানিয়েছেন, '৮ ফুট উঁচু হাইট বার বসানো হবে টালা ব্রিজের দুপারে। খরচ ধরা হয়েছে ২৬ লক্ষ টাকা। ২১ দিনের মধ্যে তৈরি হয়ে যাবে হাইট বার। এই হাট বারের নীচ দিয়ে শুধুমাত্র ছোট গাড়ি যেতে পারে।' বন্ধ হয়ে যাবে বাস ও লরি। 


আতঙ্ক ছড়াতে অসুস্থতায় মৃত্যুকে NRC-তে মৃত্যু বলে চালানো হচ্ছে: রাহুল সিনহা


নির্দেশিকা জারি হলেও এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বুধবার সকাল ১০টায় নবান্নে বৈঠকে বসছেন মুখ্যসচিব মলয় দে। টালা ব্রিজে বাস বন্ধ হলে বিকল্প পথ কী হবে তা নিয়ে আলোচনা হতে পারে সেই বৈঠকে।