Bhaiphonta 2023 | Bhai Duj 2023: অন্য ভাইফোঁটা! হিন্দু বোন ফোঁটা দিলেন মুসলিম ভাইয়ের কপালে...
Bhaiphonta 2023 | Bhai Duj 2023: ধর্মের বেড়া ভেঙে ভাইয়ের মঙ্গল কামনায় ফোঁটা বোনেদের। হিন্দু বোন হিন্দু ভাইদের পাশাপাশি মুসলিম ভাইদের কপালে, আবার মুসলিম বোন মুসলিম ভাইয়ের পাশাপাশি হিন্দু ভাইয়ের কপালে ফোঁটা দিলেন।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ধর্মের বেড়া ভেঙে ভাইয়ের মঙ্গল কামনায় ফোঁটা দিলেন বোনেরা। হিন্দু বোন হিন্দু ভাইদের পাশাপাশি মুসলিম ভাইদের কপালে, আবার মুসলিম বোন মুসলিম ভাইয়ের পাশাপাশি হিন্দু ভাইয়ের কপালে ফোঁটা দিলেন। আর এভাবেই ফোঁটার মধ্যে দিয়ে সম্প্রীতির নজির গড়ল কালনার পূর্বস্থলীর শ্রীরামপুর গ্রামের বাসিন্দারা।
আজ, বুধবার সকাল থেকেই সাজো সাজো সর্বজয়া মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের ভবনে। ভবনটি সাজিয়ে তুলছেন কালনার শ্রীরামপুর গ্রামের হিন্দু ও মুসলিম মহিলারাই। বেশ কয়েক বছর ধরে মন্ত্রী স্বপন দেবনাথের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করে আসছেন তাঁরা।
এদিন এই অনুষ্ঠানে মুসলিম বোনেরা যেমনি হিন্দু ভাইদের কপালে ফোঁটা দেন, তেমনই হিন্দু বোনেরা মুসলিম ভাইদের কপালে ফোঁটা দেন। উভয়েই তাদের ভাইদের মঙ্গল কামনা করেন। ভাইদের খাওয়া-দাওয়া ও উপহার দেওয়ার ব্যবস্থা করেন বোনেরা। মন্ত্রী স্বপনবাবুর কথায়, ধর্ম যার যার, উৎসব সবার। তাই সম্প্রীতির উৎসবের সামিল হয়ে সম্প্রীতির বার্তা দেওয়াই লক্ষ্য। যেমন দেখা গেল এদিন। দেখা যায় মন্ত্রী স্বপন দেবনাথের কপালে ফোঁটা দিতে এসেছেন আজিজুন্নেসা খাতুন।
হিন্দু ধর্ম ও সংস্কৃতির এই অনুষ্ঠানের সামিল হতে পেরে খুশি মুসলিমেরা। আবার হিন্দুরাও তাদের সামাজিক-সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিমণ্ডলে মুসলিমদের পেয়ে উল্লসিত।