বিধান সরকার: পরের বার কেদারনাথ যাওয়ার কথা ছিল। তার আগে দ্বিতীয় কেদারে গিয়ে নিখোঁজ হয়ে গেলেন চন্দননগরের ট্রেকার রাজীব বিশ্বাস। উত্তরাখণ্ডে ট্রেকিং করতে গিয়েছিলেন চন্দননগরের অভিযাত্রী রাজীব বিশ্বাস। তিন দিন হয়ে গেলেও এখনও কোনও খোঁজ মেলেনি তাঁর। দুশ্চিন্তায় গোটা পরিবার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গত ১৯ সেপ্টেম্বর ১১ জনের ট্রেকিং দল হাওড়া থেকে উপাসনা এক্সপ্রেস ধরে উত্তরাখণ্ড রওনা দেয়। সেই দলেই ছিলেন চন্দননগর সুভাষ পল্লির রাজীব বিশ্বাস। বয়স ৫৩ বছর। তাদের গন্তব্য ছিল মদমহেশ্বর। গত ২৬ তারিখ তারা রাশি থেকে মদমহেশ্বরে ট্রেক করেন। সেখানে একজনের পায়ে ব্যথা হওয়ায় তাঁর সঙ্গে থেকে যান রাজীব। বাকিরা বেস ক্যাম্পে নেমে আসেন। পরদিন নীচে নামার সময় একটা নতুন রুট ধরেন রাজীব। যেটা দিয়ে শর্টকাটে নামা যায়। রাজীবের সঙ্গে থাকা অভিযাত্রী পুরনো রুটে নেমে অপেক্ষা করতে থাকেন। কিন্তু রাজীবের দেখা মেলেনি। পরে তিনি রাশিতে ফিরে এসে অন্যদের খবর দেন। শুরু হয় খোঁজাখুঁজি। স্থানীয় উখিমঠ থানায় যোগাযোগ করেন তারা। পুলিস রেসকিউ টিম গিয়ে খোঁজ শুরু করে। কিন্তু রাজীবের ফোন বন্ধ। আজ ড্রোন দিয়েও খোঁজা হয়। কিন্তু এখনও পর্যন্ত রাজীবের কোনও খোঁজ নেই।


চন্দননগরে রাজীবের বাড়িতে রয়েছেন তাঁর স্ত্রী ও মেয়ে। স্ত্রী রানু বিশ্বাস বলেন, ২৬ তারিখ শেষ ফোনে কথা হয় রাজীবের সঙ্গে। বলেছিল, উপরে উঠলে আর ফোনে টাওয়ার থাকবে না। কথা বলা যাবে না। একটা মন্দিরে জুতো খুলে ঢুকেছিল। সেখানে চশমা ফেলে এসেছিল। ওর পাহারে ট্রেকিং করা নেশা ছিল। এর আগে মানস, কৈলাশ, সান্দাকফু, কাশ্মীর সহ বিভিন্ন জায়গায় ট্রেকিং করেছে। বারণ করলে শুনত না। বলত, পাহাড়ের টান তুমি বুঝবে না। এসবে ভীষণ মজা। এরপর কেদারনাথ যাওয়ার কথা ছিল। রাজীবের জামাইবাবু সুকান্ত লাহিড়ী জানান, রাজীবের ভাগনে রাজর্ষি বেঙ্গালুরেতে চাকরি করেন। মামা নিখোঁজের খবর পেয়ে সেও রওনা দিয়েছে উত্তরাখণ্ডে।


রাজীবের বন্ধু গোপাল দাস বলেন, ও খুব ভালো ফুটবল খেলত। কলকাতা মাঠেও খেলেছে। নেশা ছিল পাহাড়ে ট্রেক করা। আমারও কয়েকবার গিয়েছি একসঙ্গে। বিভিন্ন দলের সঙ্গে ঘুরতে চলে যেত। এবার যাওয়ার সময় কথা হল। বলল, ২ অক্টোবর ফিরবে। কী বিপদে আছে জানি না। তাড়াতাড়ি একটা খবর পেলে চিন্তা দূর হয় আমাদেরও, ওর পরিবারেরও। আজ-ই হরিদ্বার থেকে ট্রেন ধরে ২ তারিখ ফেরার কথা ছিল রাজীবদের। সেই ফেরার-ই অপেক্ষায় তাঁর পরিবার।


আরও পড়ুন, Rampurhat Constable Arrest: 'গার্লফ্রেন্ড' পরিচারিকাকেই ১১ লাখি গাড়ি গিফট 'কোটিপতি' কনস্টেবলের!



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)