Hooghly Student Death: `টিকা নিতেই জ্বর, মাথা ব্যথা, দুর্বল শরীর`, হুগলির ছাত্রী মৃত্যু ঘিরে চাঞ্চল্য
পরিবারের দাবি, গত ৯ জানুয়ারি স্কুলে ভ্যাকসিন (Covid Vaccine) নেয় সে।
নিজস্ব প্রতিবেদন : হুগলির (Hooghly) চুঁচুড়ার একাদশ শ্রেণির এক ছাত্রী মৃত্যু (Student Death) ঘিরে জোর চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবারের দাবি, ওই ছাত্রী করোনার টিকা (Covid Vaccine) নেওয়ার পরই অসুস্থ হয়ে পড়ে। তারপরই এদিন তার মৃত্যু হয়। যদিও মৃত্যু প্রকৃত কারণ ঘিরে ধোঁয়াশা ছড়িয়েছে।
মৃতের নাম অনুষ্কা দে। বয়স ১৮ বছর। চুঁচুড়া শিক্ষামন্দির স্কুলের একাদশ শ্রেণির ছাত্রী ছিল অনুষ্কা দে। পরিবারের দাবি, গত ৯ জানুয়ারি স্কুলে ভ্যাকসিন (Covid Vaccine) নেয় সে। তারপর জ্বর আসে। জ্বর আসায় প্যারাসিটামল খায়। তারপর আর দুদিন জ্বর আসেনি। তবে হাতে ব্যথা ছিল। হাতে ব্যথা হওয়ায় বরফ দেন বাবা সুব্রত দে। শরীর খুব দুর্বল হয়ে পড়ে। মাথা ব্যথা শুরু হয়। পরিবারের লোকেরা জানিয়েছে, এই অবস্থায় রবিবার সন্ধ্যায় ওই ছাত্রীর শারীরিক অবস্থার আরও অবনতি হয়। নেতিয়ে পড়ে সে। রাতেই তাকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি করা হয়।
এরপর আজ ভোরে মৃত্যু হয় ওই ছাত্রীর (Student Death)। পরিবারের দাবি, টিকা (Covid Vaccine) নেওয়াতেই অসুস্থ হয়ে পড়ে অনুষ্কা। তাঁদের মেয়ের আর অন্য কোনও অসুস্থতা ছিল না। এপ্রসঙ্গে হুগলি (Hooghly) জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক রমা ভুঁইঞা জানিয়েছেন, ঘটনাটি সম্পর্কে বিশদে খোঁজ নিয়ে দেখতে হবে। বহু ছাত্রছাত্রী টিকা নিচ্ছে। এমন ঘটনা ঘটেনি। কী কারণে ওই ছাত্রীর মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখতে হবে।
পাশাপাশি, সামনে এসেছে আরও একটি চাঞ্চল্যকর তথ্য। জানা যাচ্ছে, ভ্যাকসিন (Covid Vaccine) ভীতির কারণে ওই ছাত্রীর বাবা, মা, দাদা অর্থাত্ গোটা পরিবারের কেউই এখনও পর্যন্ত করোনা টিকা নেননি।
আরও পড়ুন, Bharatpur Gang: নগ্ন মহিলার ছবি দেখিয়ে ব্ল্যাকমেইল! শহরে 'ভরতপুর গ্যাং'য়ের টার্গেট এবার ব্যাঙ্কার?