নিজস্ব প্রতিবেদন : কাঁচামালের অভাবে বন্ধ হয়ে গেল জুটমিল। তালা ঝুলল হুগলীর চন্দননগরের গোন্দলপাড়া জুটমিলে। কর্মহীন হয়ে পড়লেন কমপক্ষে ৪০০০ শ্রমিক।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শ্রমিকরা জানিয়েছেন, বেশ কিছুদিন ধরেই পাটের জোগান মিলছিল না। কাঁচামালের অভাবে ধুঁকছিল গোন্দলপাড়া জুটমিল। কাজ পাচ্ছিলেন না শ্রমিকরা। কাজের অভাবে বন্ধ করে দেওয়া হয় বিভিন্ন দফতর।


আরও পড়ুন, প্রেমের ৬ বছর পর আর পছন্দ নয় প্রেমিকাকে, ফেসবুকে 'নগ্ন' ছবি ছড়াল প্রেমিক


এই পরিস্থিতিতে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন শ্রমিকরা। কিন্তু তাতেও কোনও রফাসূত্র মেলেনি। এরপরই এদিন সকালে কারখানায় পৌঁছে শ্রমিকরা দেখতে পান, গেটে জুটমিল বন্ধের নোটিস ঝুলছে।


আরও পড়ুন, আস্থা ফেরাতে মাংস কাটার ভিডিও রেকর্ডিং হবে রাজ্যজুড়ে সরকারি আউটলেটে


জুটমিল কর্তৃপক্ষ জানছে, কাঁচামালের অভাবে বাধ্য হয়েই কারখানা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে, স্বাভাবিকভাবেই জুটমিল বন্ধ হয়ে যাওয়ায় অথৈ জলে পড়েছেন শ্রমিকরা।