নিজস্ব প্রতিবেদন: কারাগার কর্তৃপক্ষের বিরুদ্ধে ঘুরে দাঁড়ালেন প্রায় দুশো বিচারাধীন বন্দি। দিনের পর দিন মিথ্যে মামলায় বন্দি রাখা ও আদালতে না তোলার অভিযোগ তুলে অনশন শুরু করল হুগলি জেলা সংশোধনাগারের ১৮৬ বন্দি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-Deganga: বাড়ি ফেরার পথে নাবালিকাকে ধর্ষণ, দেগঙ্গায় গ্রেফতার ৩ অভিযুক্ত


বৃহস্পতিবার আদালতে তোলার পর কোর্ট লকআপে তোলা হলে অনশনরত এক বন্দি অসুস্থ হয়ে পড়েন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিত্সাধীন ওই বন্দি সংবাদমাধ্যমে বলেন, ভাই-সহ হুগলি সংশোধনাগারের ১৮৬ বন্ধ অনশন করছে গত ১ অগাস্ট থেকে।


আরও পড়ুন- Garden Reach: দক্ষিণ-পূর্ব রেলের অফিসে হানা CBI-র, ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও ২ আধিকারিক


হুগলি সংশোধনাগারে বন্ধ রয়েছেন, কোন্নগর নবগ্রামের বাসিন্দা ও পেশায় টি-শার্ট ব্যবসায়ী উত্তম সিং। উত্তমের দাদা গৌতমের বক্তব্য, ভাইকে মিথ্যেভাবে এনডিপিএস কেসে ফাঁসানো হয়েছে। ভাইয়ের কাছ থেকে জানতে পেরেছি তার মতো অনেকেই এরকম মিথ্যে মামলায় আটক রয়েছে। করোনার দোহাই দিয়ে আদালতে তোলা হচ্ছে না। তাই বুধবার থেকে তারা অনশনে বসেছে। আজ আদালতে তোলা হলে ভাই অসুস্থ হয়ে পড়ে। পুলিসের গাড়ি করেই তাকে চুঁচুড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়।


এদিকে, বিচারাধীন বন্দিদের অনশন নিয়ে জেল কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)