হুগলির ডালহৌসি জুটমিলে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস, কর্মহীন কয়েক হাজার শ্রমিক
হুগলির চাঁপদানির ডালহৌসি জুটমিলে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস ঝোলাল কর্তৃপক্ষ। চিনের মেশিনে কাজ করা নিয়ে আপত্তি জানিয়ে আসছিলেন শ্রমিকরা। তাই নিয়ে দিন কয়েক ধরেই কর্তৃপক্ষের সঙ্গে চলছিল বচসাসে। আর সেই অসন্তোষের কারণে অবশেষে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস ঝোলাল কর্তৃপক্ষ।
ওয়েব ডেস্ক : হুগলির চাঁপদানির ডালহৌসি জুটমিলে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস ঝোলাল কর্তৃপক্ষ। চিনের মেশিনে কাজ করা নিয়ে আপত্তি জানিয়ে আসছিলেন শ্রমিকরা। তাই নিয়ে দিন কয়েক ধরেই কর্তৃপক্ষের সঙ্গে চলছিল বচসাসে। আর সেই অসন্তোষের কারণে অবশেষে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস ঝোলাল কর্তৃপক্ষ।
আরও পড়ুন- বীরভূমে যুবক খুন, হুগলিতে গঙ্গার ঘাট থেকে উদ্ধার মৃতদেহ
গত চারদিন ধরে জুটমিলে কাজ বন্ধ রেখে বিক্ষোভ দেখাচ্ছিলেন শ্রমিকরা। এরপরই মিল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। এর ফলে কাজ হারালেন সাড়ে চার হাজার শ্রমিক। চলছে আন্দোলন। আলোচনার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টায় শ্রম দফতর।