জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চরম তাপপ্রবাহের সতর্কতা জারি কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে। তীব্র গরমে হাঁসফাঁস করা অবস্থা সকলেরই। এই দাবদাহ থেকে মুক্তি পেতে ভিড় বাড়ছে পাহাড়ে। জানা গিয়েছে, দার্জিলিংয়ে টুরিস্টের জোয়ার এসেছে। প্রায় সব হোটেলগুলি ফুল বুকড। অন্যদিকে পাহাড়ে নিচে-উপরে ক্যাব পরিষেবারও একই অবস্থা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দার্জিলিংয়ে পর্যটন মরশুম এপ্রিল থেকে শুরু হয়েছে। গত সপ্তাহ থেকে দক্ষিণবঙ্গে হিট ওয়েভের লাল সতর্কতা জারি হয়েছে। তার থেকে রেহাই পেতেই পাহাড়ে হোটেল বুকিং বেড়েছে। গত সপ্তাহ থেকে কলকাতা এবং বাকি দক্ষিণবঙ্গে গড় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস। বাঁকুড়ায় তাপমাত্রা ছুঁয়েছে ৪৫ ডিগ্রি। অন্যদিকে, দার্জিলিংয়ের তাপমাত্রা মনোরম। সেখানের দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১২ থেকে ১৩ ডিগ্রি। সর্বোচ্চ ২২ থেকে ২৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।


আরও পড়ুন:Kharagpur Shootout: নিশানায় ব্যবসায়ী, খড়গপুরে দিনেদুপুরে পরপর ৯ রাউন্ড গুলি!


ফেডারেশন অফ হোটেল অ্যান্ড রেস্তোরাঁ অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার (এফএইচআরএআই) সভাপতি সুদেশ পোদ্দারের মতে, দক্ষিণবঙ্গে আবহাওয়া যত বেশি বাড়বে, তত বেশি সংখ্যক পর্যটক ঠান্ডা আবহাওয়া উপভোগ করতে দার্জিলিংয়ে ভিড় বাড়বে। তিনি বলেন, 'হোটেল ব্যবসা অত্যন্ত ভালো চলছে। রুম পাওয়া এখন দুষ্কর।'


দার্জিলিংয়ের প্রাণকেন্দ্র ম্যাল রাস্তাটি থিকথিক করছে পর্যটকে। সেখানে প্রতি তিনজন পর্যটকের মধ্যে একজন দক্ষিণবঙ্গের থাকবেই। একজন পর্যটক দার্জিলিংয়ে গিয়ে বলেছেন, 'কলকাতা থেকে পালিয়ে আমরা এখানে এসেছি। ট্রেনের টিকিট পাইনি। তাই আমরা শিলিগুড়ি অবধি বাসে করে এখানে এসেছি। তারপর ক্যাবে করে দার্জিলিং। কলকাতায় প্রচণ্ড গরম, তাই এখানে আরও কিছুদিন থাকার পরিকল্পনা করছি।'


দার্জিলিংয়ের অন্যতম আকর্ষণ হল গ্লেনারিস ক্যাফে। পর্যটকরা এখানে একটি আসনের জন্য ধাক্কাধাক্কি শুরু করে দিয়েছে। চায়ের দোকান থেকে শুরু করে রাস্তার ধারের হকার ও ক্যাব চালকরাও পর্যটকদের আগমন দেখে খুবই খুশি। 


আরও পড়ুন:Canning Shocker: বাবা-মার ফোন ২ দিন সুইচড অফ দেখে ছুলে এল ছেলে, দরজা ভাঙতেই দেখল মর্মান্তিক দৃশ্য...


এদিকে, ২৫ এপ্রিল থেকে ফের তাপপ্রবাহের কবলে পড়তে পারে তিলোত্তমা। দক্ষিণবঙ্গের কলকাতা লাগোয়া দমদম ব্যারাকপুর, হাওড়ার উলুবেড়িয়া, ডায়মন্ড হারবার, মেদিনীপুর, কৃষ্ণনগর,বাঁকুড়া, হলদিয়া, হুগলির মগরা, পশ্চিম মেদিনীপুরের কলাইকুন্ডা, বর্ধমান আসানসোল পুরুলিয়া এবং উত্তরবঙ্গের মালদা শহরে তাপপ্রবাহ বহাল। 


বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৯০ শতাংশ ছাড়িয়ে যাওয়ায় লু-এর বদলে আর্দ্রতা বেড়ে ৪৮ ঘন্টার জন্য তাপপ্রবাহের বাইরে এল কলকাতা, ঝাড়গ্রাম ও বীরভূমের শ্রীনিকেতন। নতুন করে তাপপ্রবাহের মানচিত্রে ঢুকে পড়লো উত্তরবঙ্গের মালদা। আবহাওয়া দফতর সূত্রে খবর, দাপুটে গরমের এ হল নজিরবিহীন স্পেল। গত পাঁচ বছরে একটানা এত বেশি গরম পড়েনি এপ্রিলের শুরুতে।
 



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)