Kharagpur Shootout: নিশানায় ব্যবসায়ী, খড়গপুরে দিনেদুপুরে পরপর ৯ রাউন্ড গুলি!

ব্যবধান সপ্তাহ দুয়েকের। চলতি সপ্তাহের গোড়ায় খড়গপুরে 'আক্রান্ত' হয়েছিলেন প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামী। স্রেফ লাঠি-রড দিয়ে মারধর নয়, দুষ্কৃতীদের বিরুদ্ধে শূন্য়ে গুলি চালানোর অভিযোগ ওঠেছিল।  

Updated By: Apr 22, 2024, 07:09 PM IST
Kharagpur Shootout: নিশানায় ব্যবসায়ী, খড়গপুরে  দিনেদুপুরে পরপর ৯ রাউন্ড গুলি!

ই গোপী: নিশানায় এবার ব্য়বসায়ী। ভরদুপুরে পরপর ৯ রাউন্ড গুলি! ফের শ্যুটআউট। আবার সেই খড়গপুর। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আক্রান্ত ব্য়ক্তি। এলাকায় তীব্র চাঞ্চল্য।

আরও পড়ুন:  Canning Shocker: বাবা-মার ফোন ২ দিন সুইচড অফ দেখে ছুলে এল ছেলে, দরজা ভাঙতেই দেখল মর্মান্তিক দৃশ্য...

স্থানীয় সূত্রের খবর, গুলিবিদ্ধ ব্যক্তির নাম নারায়ণ রাও। পেশায় তিনি ব্য়ক্তি। খড়গপুর শহরের ৩২ নম্বর ওয়ার্ডের আইমা এলাকায় রেলের ওয়াগন শপ চালান নারায়ণ। অভিযোগ, বিকেলে যখন দোকান থেকে বেরোচ্ছিল, তখন ওই ব্যবসায়ীকে লক্ষ্য করে ৯ রাউন্ড গুলি চালায় ২ দৃষ্কৃতী। বাইকের করে এসেছিল তারা।

গুরুতর আহত অবস্থায় নারায়ণকে প্রথমে নিয়ে যাওয়া হয় খড়গপুর হাসপাতালে। সেখানে তাঁকে পাঠিয়ে দেওয়া হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। শারীরিক অবস্থা আশঙ্কাজনক। কেন এই হামলা? তা স্পষ্ট নয় এখনও। তদন্তে নেমেছে পুলিস।

ব্যবধান সপ্তাহ দুয়েকের। চলতি সপ্তাহের গোড়ায় খড়গপুরে 'আক্রান্ত' হয়েছিলেন প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামী। স্রেফ লাঠি-রড দিয়ে মারধর নয়, দুষ্কৃতীদের বিরুদ্ধে শূন্য়ে গুলি চালানোর অভিযোগ ওঠেছিল।

এদিকে ভোটে মুখে গুলি চলেছে মুর্শিদাবাদেও। স্থানীয় সূত্রের খবর, খড়গ্রামের সাদল গ্রামে জমি নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ দীর্ঘদিনের। আজ, সোমবার সন্ধের পর আচমকাই ওই দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। তারজেরেই গুলি চলে। তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। কবে? গত ৮ এপ্রিল।

আরও পড়ুন:  Purulia News: গ্রামে নেই নলকূপ, সারা বছরই জলকষ্ট, নদীর বালি খুঁড়ে জল সংগ্রহে গ্রামবাসীরা!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

.