নিজস্ব প্রতিবেদন: শ্বশুরবাড়ি জমি বিক্রির টাকা না-পেয়ে গৃহবধূকে নৃশংসভাবে পুড়িয়ে মারল স্বামী ও তাঁর পরিজনরা। ঘটনা জলপাইগুড়ির মোহিতনগর এলাকার। ঘটনার তদন্তে নেমেছে কোতয়ালি থানার পুলিস। প্রাথমিক তদন্তের পর বধূর স্বামী-সহ ৩ জনকে আটক করেছে পুলিস। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মৃত গৃহবধূ ডলি সাহা (৩০)। আত্মীয়রা জানিয়েছেন, সম্প্রতি রাজগঞ্জে ডলির বাপের বাড়িতে জমি বিক্রি হয়। জমি বিক্রির সেই ৫ লক্ষ টাকা দাবি করেন জামাই রবি সাহা। টাকা আদায়ের জন্য নানা ভাবে চাপ তৈরি করা হয় ডলির শ্বশুরবাড়ি থেকে। অভিযোগ, টাকা দিতে অস্বীকার করায় বুধবার রাতে স্বামী, ননদ ও ননদের স্বামী মিলে পুড়িয়ে মারে ডলিকে। এর পর দেহ জলপাইগুড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ফেলে চম্পট দেয় অভিযুক্তরা। 


লাঞ্চ সেরে সবে কাজ শুরু করেছিলেন কর্মী, ভরা ব্যাঙ্কেই ঘটে গেল ভয়াবহ ঘটনা


খবর পেয়ে রাজগঞ্জ থেকে জলপাইগুড়ি পৌঁছন মৃতের বাপের বাড়ির লোকেরা। বিক্ষোভে ফেটে পড়েন তাঁরা। ঘটনাস্থলে পৌঁছয় কোতয়ালি থানার পুলিস। ডলিদেবীর বাবার অভিযোগের ভিত্তিতে তাঁর স্বামী, ননদ ও ননদের স্বামীকে আটক করেছে পুলিস।