লাঞ্চ সেরে সবে কাজ শুরু করেছিলেন কর্মী, ভরা ব্যাঙ্কেই ঘটে গেল ভয়াবহ ঘটনা

লাঞ্চ সেরে কাজে হাত দিয়েছিলেন  ব্যাঙ্ক কর্মীরা। তারপর...

Updated By: Jul 4, 2018, 06:47 PM IST
লাঞ্চ সেরে সবে কাজ শুরু করেছিলেন কর্মী, ভরা ব্যাঙ্কেই ঘটে গেল ভয়াবহ ঘটনা

নিজস্ব প্রতিবেদন:  ভরা ব্যাঙ্কে দুঃসাহসিক ডাকাতি । নগদ ৩৮ লক্ষ টাকা লুঠ করে চম্পট দিল দুষ্কৃতীরা। তদন্তে আসানসোল উত্তর থানার পুলিস।

আরও পড়ুন: স্বামীর মোবাইলের গ্যালারিতে চোখ যেতেই থ স্ত্রী! পরিণতি মর্মান্তিক...

দুপুর পৌনে দুটো। লাঞ্চ সেরে কাজে হাত দিয়েছিলেন  ব্যাঙ্ক কর্মীরা। সেইসময়ই পুরো সিনেমার মতো ব্যাঙ্কে ঢুকে পড়ে সাত আট জন দুষ্কৃতী। পুলিশকর্মী ও সিভিক ভলেন্টিয়ার কে আগ্নেয়াস্ত্র দেখিয়ে  শুরু হয় লুঠতরাজ। ব্যাঙ্ক কর্মীদের মারধর করে ৩৮ লক্ষ টাকা লুঠ  করে চম্পট দেয় তারা।

আরও পড়ুন: বৌদির সঙ্গে স্বামীর উদ্যম যৌনতায় বাধ সেধেছিলেন স্ত্রী! প্রাণ গেল দেড় মাসের শিশুর

ব্যাঙ্কে আসা এক মহিলা  গ্রাহককেও কটি ঘরে বন্ধ করে রাখে  তারা । খবর পেয়েই ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী ।  আতঙ্কিত গ্রাহকদের আশ্বস্ত করেন তারা। আসানসোল উত্তর থানার পুলিস সিসিটিভির ফুটেজ দেখে তদন্ত শুরু করেছে পুলিস।

.