মনোজ মণ্ডল: ভিডিয়ো তুলে রেখে দিনের পর দিন গৃহবধূকে ধর্ষণের অভিযোগ স্বামীর বন্ধুর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার অশোকনগরে। অভিযুক্ত বন্ধুকে গ্রেফতার করেছে  পুলিস। ধৃতের  নাম প্রীতম সাহা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা গিয়েছে, অশোকনগরের বীরা বল্লভপাড়ার বাসিন্দা প্রীতম সাহা। বয়স ৩২ বছর। অভিযোগকারী গৃহবধূও একই এলাকার বাসিন্দা। অভিযোগকারী গৃহবধূ জানিয়েছে, ২ বছর আগে তাঁর স্বামীর বন্ধু প্রীতম সাহা তাঁদের বাড়িতে আসে। তখনই তাঁদের আলাপ হয়। তারপর থেকে প্রীতম সাহা ওই গৃহবধূকে নানাভাবে প্রলোভন দেখায়। সেই ফাঁদে পা দেওয়ার পর, প্রীতম সাহা তাঁর কিছু আপত্তিকর ভিডিয়ো তুলে রাখে। দিনের পর দিন সেই ভিডিয়ো দেখিয়েই প্রীতম সাহা তাঁকে ধর্ষণ করেছে বলে অভিযোগ নির্যাতিতা গৃহবধূর। 


ওই গৃহবধূর আরও অভিযোগ, গতকাল প্রীতম সাহা তাঁদের বাড়িতে আসে। বাড়িতে এসে তাঁকে হুমকি দিয়ে যায়। তাঁর আপত্তিকর ভিডিয়ো ফেসবুকে আপলোড করে দেওয়ার হুমকি দেয়। এরপরই শনিবার রাতে নির্যাতিতা অশোকনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। গৃহবধূর দায়ের করা অভিযোগের ভিত্তিতেই শনিবার রাতে বীরা বল্লভপাড়া এলাকা থেকে প্রীতম সাহাকে গ্রেফতার করে পুলিস। আজ ধৃতকে অশোকনগর থানার পক্ষ থেকে বারাসাত আদালতে পেশ করা হয়।


আরও পড়ুন, কেষ্ট ঘনিষ্ঠ আবদুল লতিফ কেন হাত মেলায় রাজু ঝা-র সঙ্গে? মিলল চাঞ্চল্যকর তথ্য...



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)