নিজস্ব প্রতিবেদন: পারিবারিক বিবাদ নাকি অন্যকিছু তা এখনও স্পষ্ট নয়। অশোকনগরে গৃহবধুকে খুন করে সেপটিক ট্যাঙ্কে ফেলে দিল আত্মীয়রা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শনিবার নৃশংস এই ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার অশোকনগর বিধানসভার ভুরকুন্ডা পঞ্চায়েতের সেনডাঙ্গা আনন্দপাড়ায়।


আরও পড়ুন-উঠতে দিতে হবে স্পেশাল ট্রেনে; যাত্রী বিক্ষোভে রণক্ষেত্র হাওড়া স্টেশন


প্রতিবেশীদের দাবি, শনিবার সকালে গরুর খাবার আনতে বাড়ির বাইরে যায় সেনডাঙ্গা আনন্দপাড়া গ্রামের ইন্দ্রজিত্ বিশ্বাস। বেলা বারোটা নাগাদ ঘরে ফিরে দেখে স্ত্রী বাড়িতে নেই। ঘরে না পেয়ে স্ত্রীর কথা জিজ্ঞাসা করে বোন রীনাকে। বোন জানায়, একটি ফোন আসার পর সে রাস্তার দিকে গিয়েছে।


বোনের কথা শুনে রাস্তায় ও প্রতিবেশীদের বাড়িতে স্ত্রীর খোঁজ করে ইন্দ্রজিত্। কিন্তু স্ত্রীর কোনও খোঁজ পায়নি। শেষপ্রর্যন্ত বিকেল চারটে নাগাদ বাড়ির সেফটি ট্যাঙ্কের কাছে স্ত্রীর চটি ও রক্তের দাগ দেখে তার সন্দেহ হয় তার। প্রতিবেশীদের ডাকলে তারা পুলিসকে খবর দেয়। অশোকনগর থানার পুলিস এসে সেপটিক ট্যাঙ্ক থেকে গৃহবধুর বস্তাবন্দি দেহ উদ্ধার করে।


আরও পড়ুন-রাজ্যে গত ২৪ ঘণ্টায় ফের আক্রান্তের সংখ্যাকে ছাপিয়ে গেল করোনাজয়ীরা


ইন্দ্রজিতের অভিযোগের ভিত্তিতে তার বোন রীনা, ভগ্নিপতি রাজ ও শিপ্রা বিশ্বাস নামে এক প্রতিবেশীকে আটক করেছে পুলিস। কী কারণে খুন তা এখনও স্পষ্ট নয়। তদন্ত শুরু করেছে পুলিস।