ওযেব ডেস্ক : শ্বশুরবাড়ির তালিবানি অত্যাচার। গায়ে আগুন ধরিয়ে মেলেনি শান্তি। দগ্ধ বধূকে নগ্ন অবস্থায় তিন কিলোমিটার হাঁটিয়ে, রেল লাইনের ধারে ফেলে পালাল শ্বশুরবাড়ির লোকেরা। মৃত্যুর আগে নিজেই এই অত্যাচারের অভিযোগ জানিয়েছেন বীরভূমের নির্যাতিতা। দাবি আত্মীয়দের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বীরভূমের বচ্চনপুরের এক গৃহবধূর সঙ্গে যা হল, তাঁকে নৃশংস বা অমানবিক বললেও হয়তো কম বলা হয়। প্রথমে তাঁকে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়। তারপর তাঁকে দগ্ধ অবস্থায় হাঁটানো হয় ৩ কিলোমিটার। অবশেষে রেল লাইনের ধারে ফেলে রেখে চম্পট দেয় শ্বশুরবাড়ির লোকেরা। ঠিক এমনটাই অভিযোগ।


আরও পড়ুন- উত্তর ২৪ পরগনার গোপালনগর খুনের কিনারা করে ফেলল পুলিস


মহিলার আত্মীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই পারিবারিক অশান্তি চলছিল। দেওরের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ জানিয়েছিলেন নির্যাতিতা। বৃহস্পতিবার ফোন আসে মহিলা আত্মহত্যার চেষ্টা করেছেন। শ্বশুরবাড়ি গিয়ে দেখা যায়, বাড়ি ফাঁকা। প্রতিবেশীরা জানান, ৩ কিলোমিটার দূরে রেল লাইনের ধারে পড়ে ছিলেন মহিলা।


উদ্ধার করে মহিলাকে প্রথমে মল্লারপুর পরে সিউড়ির হাসপাতালে আনা হয়। মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে করতে দিদিকে সবটা জানান নির্যাতিতা।