Howrah: নয়ানজুলিতে তলিয়ে গেল যাত্রীবোঝাই বাস, মৃত ১
নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি নয়ানজুলিতে পরে যায় বাস।
নিজস্ব প্রতিবেদন: শুক্রবার সকালেই পথ দুর্ঘটনা। হাওড়ার জগৎবল্লভপুরে নয়ানজুলিয়ে পরে গেল এক যাত্রীবোঝা বাস। ঘটনাটি ঘটেছে জগৎবল্লভপুর এলাকার সন্তোষপুরের কাছে। নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি নয়ানজুলিতে পরে যায় বাস। বৃষ্টির কারণে নয়ানজুলিতে বেশি জল থাকায় তলিয়ে যায় বাসটি। এখনও পর্যন্ত ১ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বাকিদের খোঁজে চলছে তল্লাশি।
নয়ানজুলি থেকে এখনও উদ্ধার করা যায়নি বাস। আবহাওয়ার কারণে ব্যহত উদ্ধারকার্য। বাসে আরও যাত্রী আটকে থাকার সম্ভবনা। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিস ও দমকল।
আরও পড়ুন, Weather Update: নিম্নচাপের বৃষ্টিতে বিপর্যস্ত বাংলা, জলমগ্ন শহর থেকে জেলা
বেশ কিছুদিন ধরেই নিম্নচাপের ফলে আবহাওয়া খারাপ কলকাতা ও জেলাগুলিতে। হাওড়ার বেশকিছু এলাকায় জল জমে গিয়েছে। বন্যা পরিস্থিতিও তৈরি হয়েছে বিস্তীর্ণ অ়ঞ্চলে। তারমধ্যেই সকালবেলা এই বাস দুর্ঘটনা। যাত্রীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।
প্রসঙ্গত, উদ্ধারকাজে হাত লাগিয়েছেন স্থানীয়রা। তল্লাশির কাজে ডুবুরি নামানো হয়নি এখনও। তাতেই ক্ষুব্ধ এলাকাবাসী।