নিজস্ব প্রতিবেদন: হাওড়া জয়পুর থানার কাশমলি মল্লিকপাড়া নাবালিকার বিয়ে রুখল হাওড়া চাইল্ড লাইন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আজ, রবিবার হাওড়া চাইল্ড লাইনের কাছে ফোনে হঠাৎই খবর যায় হাওড়া জয়পুর থানার কাশমলি মল্লিকপাড়ায় বছরচোদ্দোর এক নাবালিকার বিবাহ হচ্ছে।  সেই খবর পাওয়া মাত্রই হাওড়া চাইল্ড লাইনের আধিকারিক, জয়পুর থানা একত্রিত হয়ে সেই বাড়িতে যান এবং মেয়েটির পরিবারকে সমস্ত কিছু বুঝিয়ে বলেন।


আরও পড়ুন: চারটে খুন করেছি'! গোবরডাঙা থেকে গ্রেফতার বিহারের Gangster


এই মুহূর্তে ১৪ বছর বয়সে মেয়েদের বিয়ে দেওয়া আইনত অপরাধ বলে গণ্য তাই ওই নাবালিকার বিবাহ দেওয়া যাবে না বলেও জানানো হয় তাঁদের। যদিও প্রথমে পরিবারের লোকজন বুঝতে চাননি। তাঁরা জানান, হঠাৎ করে ভাল পাত্র পাওয়া গেছে তাই তাঁরা বিবাহ দিচ্ছেন। চাইল্ড লাইন এবং জয়পুর থানা ও উলুবেড়িয়া পিএলবি আধিকারিকরা ওই পরিবারের লোককে আরও বোঝান। পরে অবশ্য পরিবারের লোকজন তাঁদের কথায় সায় দেন। চাইল্ড লাইনের আধিকারিকরা জয়পুর থানার ওই নাবালিকাকে নিয়ে যান এবং তার পরিবারের লোক একটি মুচলেকাও দেন যে মেয়ের প্রকৃত বয়স হওয়ার পরেই তাঁরা তার বিবাহ দেবেন, তার আগে নয়। 
ওই নাবালিকা ও তার পরিবারের লোক যেন প্রতি মাসে একবার করে জয়পুর থানায় এসে দেখা করে যান বলেও থানা থেকে তাঁদের জানিয়ে দেওয়া হয়েছে।


আরও পড়ুন: Covid হাসপাতালে ঢুকতে দিতে হবে! জলপাইগুড়িতে বিক্ষোভ রোগীর পরিজনদের