ওয়েব ডেস্ক:  হাওড়া পুরনিগমের ৫০ নম্বর ওয়ার্ড জলমগ্ন। কোনা নস্করপাড়া এলাকার মানুষের যাতায়াতের মাধ্যম এখন ভেলা। রাস্তা ঘাট জলের তলায়। বাড়ির ভিতরে পর্যন্ত ঢুকে পড়েছে এক হাঁটু জল। ঘর ছেড়ে অনেকেই অন্যত্র আশ্রয় নিচ্ছেন। বাজারহাট, স্কুল, টিউশন, এসব কাজে ভেলাই এখানে একমাত্র ভরসা। সংসার চালু রাখতে হাল ধরেছেন মহিলারা। স্থানীয়দের অভিযোগ, এলাকায় নিকাশি ব্যবস্থা বেহাল। পুরসভাকে বারবার বলেও কোনও কাজ হয়নি। তাই বৃষ্টি বন্ধ হওয়ার পরেও, খালের জল নামতে এত সময় লাগছে। আরও পড়ুন- ৭২ ঘণ্টার বৃষ্টিতে হাবুডুবু বাংলা, প্রকৃতির সঙ্গে অসম লড়াইয়ে মানুষ