৭২ ঘণ্টার বৃষ্টিতে হাবুডুবু বাংলা, প্রকৃতির সঙ্গে অসম লড়াইয়ে মানুষ

Updated By: Jul 24, 2017, 10:53 PM IST
৭২ ঘণ্টার বৃষ্টিতে হাবুডুবু বাংলা, প্রকৃতির সঙ্গে অসম লড়াইয়ে মানুষ

ওয়েব ডেস্ক: নয় নয় করে তিনদিন।  জলের তলায় ডুবে গোটা গ্রাম। যাতায়াতের ভরসা নৌকা। খাবার বলতে মজুত চাল -ডাল। কয়েকঘণ্টায় জল সামান্য নামলেও,আবার বেড়েছে বৃষ্টি। কী হবে ? আশঙ্কার মেঘ কান্দোরগোলার কয়েক হাজার মানুষের চোখে-মুখে। আরও পড়ুন- চিন্তা বাড়াচ্ছে পাশের রাজ্য ঝাড়খণ্ডের অতিবৃষ্টি

জঙ্গল আর রাস্তা। জলে মিলেমিশে একাকার। তারই মাঝে কোনওরকমে চলছে নৌকা। গ্রামে ঢোকার একমাত্র উপায়। নদীর জল ভাসিয়ে নিয়ে গেছে সব। তবুও ভিটেমাটির টানে রয়ে গেছেন ওঁরা।কেমন আছেন? খাবার জুটছে কি? কোনওরকমে ঢুকে পড়লাম আমরা।

পায়ে পায়ে আমরা ঢুকে পড়লাম কান্দোরগোলার কাঁকুড়ে রাস্তায়। গোয়ালঘরের গা ঘেঁষাঘেষিঁ করে থাকার ঘর। দুদুদিনের লাগাতার বৃষ্টিতে ধুয়ে মুছে সাফ। প্রাণ বাঁচাতে মানুষের ঠিকানা এখন ত্রাণ শিবির। ঘরে থাকা চাল-ডালই শেষ সম্বল। প্রকৃতির সঙ্গে লড়াই। লড়াইটা অসম। তবুও লড়ছেন ওঁরা। 

.