নিজস্ব প্রতিবেদন: গত ৮ মে-র ঘটনা। হাওড়ার ধুলাগড় টোল প্লাজার কাছে খুন হন পেশায় ট্রাক চালক জয়প্রকাশ যাদব। সেই ঘটনায় অভিযুক্তকে উত্তর প্রদেশ থেকে গ্রেফতার করল সাঁকরাইল থানার পুলিস। বুধবার ট্রানজিট রিমান্ডে তাকে হাওড়া নিয়ে আসে পুলিস। এদিনই তাকে হাওড়া আদালতে তোলা হয়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-Duare Ration: পরিবহণের খরচ দেবে কে? বাঁকুড়ায় বাড়ি বাড়ি রেশন দিতে নারাজ ডিলাররা


ধৃত ওই যুবকের নাম শিবরাজ যাদব। বাড়ি উত্তর প্রদেশের প্রতাপগড়ে। পুলিস সূত্রে খবর, ৮ মে ধুলাগড় টোল প্লাজার কাছে খুন হন জয়প্রকাশ যাদব। মহারাষ্ট্র থেকে মাল নিয়ে এদিনই তিনি ধুলাগড়ে এসে পৌঁছান। তারপর ধুলাগড়ে ট্রাক খালি করেন তিনি। সেখানে আগে থেকেই অপেক্ষা করছিল শিবরাজ।


আরও পড়ুন-Tornado: কেশিয়াড়ির আকাশে আচমকাই টর্নেডো! আতঙ্কে স্থানীয় বাসিন্দারা 


জয়প্রকাশের দূর সম্পর্কের আত্মীয় শিবরাজ ট্রাক চালানো শেখার অছিলায় হাওড়া আসে। ধুলাগড়ে মাল খালাস করার পর জয়প্রকাশের হাতে আসে বেশকিছু টাকা। সেই টাকা ছিনতাই করার চেষ্টা করে শিবরাজ। বাধা দিয়ে জয়প্রকাশকে এলোপাথাড়ি ছুরির কোপে ফালাফালা করে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় জয়প্রকাশের। ঘটনার তদন্তে নেমে শিররাজের সন্ধান পেয়ে যায় পুলিস। এখন শুধুমাত্র টাকার জন্যই খুন, নাকি পেছনে অন্য কোনও শত্রুতা তা তদন্ত করে দেখছে পুলিস।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)