নিজস্ব প্রতিবেদন: মালদহের কিছু জায়গায় ধীরে ধীরে জমি শক্ত করার চেষ্টা করছে গেরুয়া শিবির। এর মধ্যে বিজেপি পরিচালিত এক পঞ্চায়েতে বিরুদ্ধে বিপুল টাকা দুর্নীতির অভিযোগ উঠল। এনিয়ে লিখিত অভিযোগ করলেন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-১৮ ফেব্রুয়ারি থেকে শুরু মাধ্যমিক, পরীক্ষা সংক্রান্ত সমস্য়া সমাধানে কাল থেকে চালু কন্ট্রোলরুম


ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির অমৃতি গ্রামে একশো দিনের কাজের জন্য বরাদ্দ হয়েছিল প্রায় ২ কোটি টাকা।  লক্ষ ছিল ৮৬টি কাজ। কিন্তু তৃণমূলের অভিযোগ, প্রকল্পের কাজ না করে সিংহভাগ টাকাই আত্মসাত্ করেছেন বিজেপি পরিচালিত পঞ্চায়েত প্রধান। এনিয়ে ব্লক অফিসে লিখিত অভিযোগ দায়ের করেছেন ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ নাসিমুল ইসলাম।


আরও পড়ুন-CAA পাস হওয়ার পর এই প্রথম রাজ্যে আসছেন অমিত শাহ


নাসিমুলের দাবি, ৮৬টি প্রকল্পের জন্য বরাদ্দ হয়েছিল প্রায় ২ কোটি টাকা। খাতায় কলমে কাজ দেখানো হলেও বাস্তবে একেবারেই উল্টো। যে জমি বাঁশ দিয়ে ঘেরার কথা সেই জমির দুপাশে বাঁশ পুঁতে কাজ শেষ করা হয়েছে। যারা উপভোক্তা তারা জানাচ্ছেন, নিয়ম অনুযায়ী কোনও কিছুই মেলেনি।


এদিকে, তৃণমূলের কথা অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি। গেরুয়া শিবিরের অভিযোগ, গোটা ঘটনার পেছনে ষড়যন্ত্র রয়েছে।