প্রসেনজিত্ সরদার: ভাঙড়ে তৃণমূলে যোগ দিলেন একঝাঁক আইএসএফ কর্মী। ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের নাটাপুকুরে তৃণমূলে যোগ দিলেন আইএসএফের শতাধিক কর্মী। গ্রামের ৬১ নম্বর বুথের ওইসব আইএসএফের কর্মীরা তৃণমূলে যোগ দিলেন এলাকার নেতা খাইরুল ইসলামে হাত ধরে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- হিমাচল প্রদেশে কেন বারবার ধস নামছে, ঘুম ছুটবে আইআইটি ডিরেক্টরের ব্যাখ্যা শুনলে


পঞ্চায়েত নির্বাচনের আগে থেকেই আইএসএফের একাংশ ভাঙন লক্ষ্য করা গিয়েছিল। সওকত মোল্লা, আরাবুলদের হাত ধরে তৃণমূলে যোগ দেন প্রায় শখানেক আএসএফ কর্মী। পঞ্চায়েত ভোটের ফল বের হওয়ার দিনই কাশীপুরে ব্য়াপক হাঙ্গামা হয়। মৃত্যু হয়ে কয়েক জনের। গুলিতে আহত হন এক পুলিস আধিকারিক। তার পরও দেখা গিয়েছিল ধাপে ধাপে বহু আইএসএফ কর্মী তৃণমূলে যোগ দিচ্ছেন।


শুক্রবারের ওই যোগদান নিয়ে তৃণমূল নেতা খাইরুল ইসলাম বলেন, ধর্মীয় সুরসুড়ি দিয়ে বা অন্য কোনওভাবে ভুল বুঝিয়ে ওদের আইএসএফে নিয়ে যাওয়া হয়েছিল। ওঁর ফের আমাদের দলে যোগদান করলেন। পঞ্চায়েত ভোটের পর সাধারণ মানুষ বুঝেছে আইএফএফের সঙ্গে থাকলে কোন উন্নয়ন হবে না। সেকারণেই আমাদের দলে আবার সকলে ফিরছে।। সকলকে নিয়েই আগামীদিনে উন্নয়নের কাজ করা হবে।।


অন্যদিকে, তৃণমূলে যোগদানকারী এই আইএসএফ কর্মী বলেন, এক আইএসএফ কর্মী বলেন, আইএসএফ দলটা আমাদের পছন্দ নয়। ওটা একটা সমাজ বিরোধী পার্টি। এরকম পার্টির সঙ্গে আমরা থাকব না। খইরুল ইসলামের নেতৃত্বে আমরা এই ৬১ নম্বর বুথের লোকজন আজ তৃণমূল যোগ দিলাম।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)