নিজস্ব প্রতিবেদন : আসন্ন পঞ্চায়েত নির্বাচনে স্ত্রী বিজেপি প্রার্থী হওয়ায় আত্মঘাতী হলেন স্বামী। সোমবার ঘটনাটি ঘটেছে গোয়ালতোড়ের ৬ নম্বর অঞ্চল কেশিয়ারিতে। বিষ খেয়ে আত্মঘাতী হয়েছেন বাহাদুর মুর্মু নামে ওই ব্যক্তি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা গিয়েছে, স্থানীয় তৃণমূল কংগ্রেসের সমর্থক ছিলেন বাহাদুর। অন্যদিকে, এবারের পঞ্চায়েত নির্বাচনে স্ত্রী যমুনা মুর্মু বিজেপির হয়ে প্রার্থী হচ্ছেন। অভিযোগ, এই কথা জানার পর থেকেই বাহাদুরের বাড়িতে চড়াও হতে শুরু করেন এলাকার যুব তৃণমূল কংগ্রেসের সদস্যরা। এমনকী, বিজেপির হয়ে মনোনয়নপত্র জমা দিয়ে তাদের ছেলেকে পুড়িয়ে মারারও হুমকি দেন তৃণমূল কর্মীরা বলে অভিযোগ যমুনা মুর্মুর।


তাদের সেই হুমকি উপেক্ষা করেই এ দিন সকালে ছেলেকে নিয়ে মনোনয়ন জমা দিতে যান যমুনা মুর্মু। সেই সময় আবারও তাদের বাড়িতে হাজির হন তৃণমূলের সদস্যরা। ফের হুমকি দেন বলেও অভিযোগ। এরপরই, বিষ খেয়ে আত্মঘাতী হন বাহাদুর। খবর পেয়ে পুলিস তাঁর মৃতদেহটি উদ্ধার করে। শুরু হয়েছে তদন্ত। তবে, তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস।


 



আরও পড়ুন- বিনা প্রতিদ্বন্দ্বিতায় বীরভূম দখলের পথে তৃণমূল!