নিজস্ব প্রতিবেদন: লটারির টিকিট কাটা নিয়ে অশান্তি। স্ত্রীকে বেধড়ক মারধর করে গলায় গামছা দিয়ে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনা মন্তেশ্বরের পাতুন গ্রামের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-দেশে ফিরতে গিয়ে দালালদের খপ্পরে, বনগাঁয় ধর্ষণ বাংলাদেশি যুবতীকে


বছর আটেক আগে কাটোয়ার পুইনি গ্রামের অন্তরা মাঝির সঙ্গে বিয়ে হয় পাতুনের বাসুদেব মাঝির। প্রথম কয়েক বছর ঠিকঠাকই চলছিল। কিন্তু বাধা হয়ে দাঁড়াল বাসুদেবের লটারির নেশা।


বহু কষ্টের টাকা এভাবে ওড়ানোর প্রতিবাদ করতেন অন্তরা। এনিয়ে বাসুদেবের সঙ্গে প্রায়শই বচসা হত অন্তরার। মারধরও করা হতো অন্তরাকে। মঙ্গলবার তা চরমে ওঠে।



অন্তরার বাবার অভিযোগ, কয়েকদিন আগে বন্ধন ব্যাঙ্কের লোন পান অন্তরা। সেই টাকার পুরোটাই লটারির টিকিট কেটে খরচ করে ফেলেন বাসুদেব। এর প্রতিবাদ করায় অন্তরাকে পিটিয়ে গলায় গামছা দিয়ে ঝুলিয়ে দেয় বাসুদেব।


আরও পড়ুন-মহাত্মা গান্ধীর ১৫০তম জন্মদিনে দূষণমুক্ত পৃথিবী গড়ার বার্তা প্রধানমন্ত্রীর


পুলিস এসে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বর্ধমান মেডিক্যাল কলেজে পাঠিয়েছে মন্তেশ্বর থানার পুলিস। অন্তরার স্বামী বাসুদেব মাঝি ও তার মা আরতী মাঝিকে আটক করেছে পুলিশ।