মহাত্মা গান্ধীর ১৫০তম জন্মদিনে দূষণমুক্ত পৃথিবী গড়ার বার্তা প্রধানমন্ত্রীর
গান্ধী জয়ন্তী উপলক্ষে একগুচ্ছ কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর।
নিজস্ব প্রতিবেদন: আজ মহাত্মা গান্ধীর (মোহনদাস করমচাঁদ গান্ধী) ১৫০তম জন্মদিন। এই উপলক্ষে আজ টুইট করে গান্ধীজির প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি দেশবাসীকে স্বচ্ছ ভারত তোলার জন্য আহ্বান জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
Delhi: Prime Minister Narendra Modi pays tribute to Mahatma Gandhi at Raj Ghat. #GandhiJayanti pic.twitter.com/cjhtAVgaZt
— ANI (@ANI) October 2, 2019
গান্ধী জয়ন্তী উপলক্ষে বুধবার সকালে রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখান থেকে গুজরাটে সবরমতী আশ্রমে যাবেন প্রধানমন্ত্রী। গান্ধী জয়ন্তী উপলক্ষে একগুচ্ছ কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর।
राष्ट्रपिता महात्मा गांधी को उनकी 150वीं जन्म-जयंती पर शत-शत नमन।
Tributes to beloved Bapu! On #Gandhi150, we express gratitude to Mahatma Gandhi for his everlasting contribution to humanity. We pledge to continue working hard to realise his dreams and create a better planet. pic.twitter.com/4y0HqBO762
— Narendra Modi (@narendramodi) October 2, 2019
আরও পড়ুন: গান্ধীজির ১৫০ তম জন্মদিনে রাজঘাটে মোদীর শ্রদ্ধাজ্ঞাপন
২০১৪ সালে ‘স্বচ্ছ ভারত’ অভিযান শুরু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার সন্ধ্যায় সবরমতী আশ্রমে গান্ধীজির প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি স্বচ্ছ ভারত অভিযানের সাফল্য সম্পর্কে ঘোষণা করবেন তিনি। এই অনুষ্ঠানে প্রায় ২০ হাজার গ্রামবাসীর উপস্থিত থাকার কথা। সেই সঙ্গে এখানে উপস্থিত থাকবেন গান্ধী ইনস্টিটিউটের বিশষ্ট গবেষকরা, পদ্ম সম্মানে সম্মানিত ব্যক্তিত্বরা, হাইকোর্টের বিচারপতিরা, শিক্ষাবিদ ও অসংখ্য সাধারণ মানুষ। পূর্ব ঘোষণা অনুযায়ী, আজ থেকেই গোটা দেশে নিষিদ্ধ হতে চলেছে একবার ব্যবহারোপযোগী প্লাস্টিকের যাবতীয় জিনিসপত্র।