ওয়েব ডেস্ক: রাষ্ট্রপতি পদে প্রণব মুখোপাধ্যায়ের কার্যকাল শেষ হতে, বাকি আর মাত্র কয়েকদিন। শুরু হয়ে গিয়েছে, নতুন রাষ্ট্রপতি কে হবেন, তার প্রক্রিয়া। তার আগে দু দিনের সফরে মুর্শিদাবাদে রাষ্ট্রপতি। গতকাল সাগরদিঘিতে একটি বেসরকারি প্রাইমারি স্কুলের উদ্বোধন করেন তিনি। তারপরেও বিশ্রাম ছিল কোথায়। কারণ, পরে বিকেলে মাকেঞ্জি পার্কে একটি ফুটবল খেলার অনুষ্ঠানেও যোগদান করেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন চরম রক্ত সঙ্কটে বসিরহাট জেলা হাসপাতাল


সেখান থেকে ফিরে রাতে অবশ্য রঘুনাথগঞ্জে নিজের বাড়িতেই ছিলেন রাষ্ট্রপতি। আজ নবগ্রামে সেনাছাউনিতে এক অনুষ্ঠানে যোগ দেওয়ার কর্মসূচি রয়েছে তাঁর। এরপরই দিল্লি পাড়ি দেবেন তিনি।


আরও পড়ুন  রীতিমতো ফিল্মি কায়দায় ৭ দুর্ধর্ষ ডাকাতকে জালে তুলল কাঁথি থানার পুলিস