নিজস্ব প্রতিবেদন: স্বাস্থ্যসাথী কার্ড কেউ প্রত্যাখ্যান করলে পুলিসে অভিযোগ জানান। সব হাসপাতালে আবার নির্দেশ পাঠাবে সরকার। সোমবার কাকদ্বীপে প্রশাসনিক বৈঠকে এমনটাই স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে অভিযোগ তোলা হয় যে, অনেক হাসপাতালই স্বাস্থ্যসাথী কার্ড নিতে অস্বীকার করে। ফলে হয়রানির স্বীকার হতে হয় সাধারণ মানুষকে। অভিযোগ পেয়ে, তার ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। জানিয়েছেন সবদিক খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


উল্লেখ্য এদিন বৈঠকে উপস্থিত ছিলেন দক্ষিণ ২৪ পরগনার সমস্ত প্রশাসনিক আধিকারিকরা। প্রত্যেকের সঙ্গে কথা বলেন নেত্রী, শোনেন সমস্ত অভিযোগ।  পাশাপাশি এদিন ৮ জানুয়ারির  ট্রেড ইউনিয়ন ধর্মঘট নিয়েও মন্তব্য করেছেন নেত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়েছেন ধর্মঘটে সমর্থন নেই। ইস্যু ভিত্তিক সমর্থন থাকলেও বনধ কোনও ভাবে মানবে না তাঁর সরকার। বনধ-ধর্মঘট নিয়ে পুরনো অবস্থানে অনড় থেকেই জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। 


আরও পড়ুন: 'প্যান, আধার, ভোটার কার্ড ও ছবি নিয়ে যেতে হবে স্টেটব্যাঙ্কে' SMS-এ বিভ্রান্ত গ্রাহকরা