নিজস্ব প্রতিবেদন: গ্রামের ছাগল মারতে গিয়ে হাতেনাতে পাকড়াও বিশাল অজগর। গ্রামবাসীরা দড়ি দিয়ে বেঁধে রাখল ১৫ ফুটের ওই বিশাল সাপটিকে। মালবাজার মহকুমার নাগ্রাকাটা ব্লকের মডেল ভিলেজের ঘটনা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-'মানুষ মারার জন্য এগুলো যথেষ্ট', 'মিনি অ্যাটাক' করে 'টেরর স্ট্রাইক' করাই ছিল জঙ্গিদের পরিকল্পনা!


সোমবার নাগ্রাকাটার বামনডাঙ্গা চা বাগানে অজগরের ওই কাণ্ডে প্রবল চাঞ্চল্যের সৃষ্ট হয় এলাকায়। এদিন বিকেলে মডেল ভিলেজে খেলার মাঠের পাশে ঘাস খাচ্ছিল ছাগলটি। সেই সময় সুযোগ বুঝে ছাগলটিকে পেঁচিয়ে ধরে অজগরটি।


ছাগলের চিত্কার শুনে চারপাশ থেকে জড়ো হয়ে যান বহু মানুষ। তারাই বহু চেষ্টায় অজগরের কবল থেকে উদ্ধার করে ছাগলটিকে। কিন্তু ততক্ষণে মারা গিয়েছে সেটি।


আরও পড়ুন-পরিচয় 'মাদ্রাসা শিক্ষক', মিলল না আশ্রয়, চোখের জল বাঁধ মানল না


এবার কী হবে অজগরের? কয়েকজন যুক্তি দেন, সাপটিকে দড়ি দিয়ে বেঁধে রাখা হোক। সেইমতো একটি মোট দড়ি এনে বাঁধা হয় অজগরটিকে। খবর দেওয়া হয় গরুমারায় বন দফতরের অফিসে। সেখান থেকে লোক এসে অজগরটিকে নিয়ে যায়। এদিকে, বন দফতররের কাছে ক্ষতিপূরণ দাবি করেছে ছাগল মালিক।