নিজস্ব প্রতিবেদন: বছর ঘুরলেই বিধানসভা ভোট (Assembly Election)। আর তার আগেই উত্তপ্ত রাজ্য-রাজনীতি। এবার ফের তৃণমূলের (Trinamool) দুই গোষ্ঠীর লড়াইয়ের অভিযোগ উঠল ভাঙরে (Bhangar)। ঘটনায় উত্তপ্ত ভাঙড় বিধানসভা এলাকার কুলবেড়িয়া। জানা গিয়েছে, জলা জমিতে অবৈধ নির্মাণের অভিযোগ পেয়ে পরিদর্শনে এসে বিক্ষোভের মুখে পড়ে জেলা পরিষদ প্রথমে বচসা এবং তা থেকেই হাতাহাতির পর্যায়ে পৌঁছয় পরিস্থিতি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: পোস্টার যুদ্ধ! Rajib banerjee-র পোস্টারে ছেয়ে গেল Howrah, Midnapur
 


স্থানীয়রা বলছেন, জলাজমিতে অবৈধ নির্মাণের অভিযোগ ওঠে আরাবুল অনুগামী জুলফিকর মোল্লার বিরুদ্ধে। স্থানীয় বাসিন্দাদের থেকে অভিযোগ পেয়ে সরেজমিনে এলাকা পরিদর্শনে যান জেলা পরিষদ সদস্য নান্নু হোসেন। 


আরও পড়ুন: Suvendu সহায়তা কেন্দ্রে উড়ল BJP পতাকা, শনিবার নিজের গড়েই যোগদান!


অভিযোগ, নান্নু অনুগামীদের ওপর চড়াও হয় আরাবুল গোষ্ঠীর লোকজন। দু-পক্ষের মধ্যে গন্ডগোল বাধে। ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় লেদার কম্পলেক্সে থানা এবং টেকনো সিটি থানার পুলিস। বেশ কিছুক্ষণের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।