নিজস্ব প্রতিবেদন:   রাজ্যের কলেজগুলির ছাত্রসংসদের মেয়াদ এক বছর বাড়ানোর কথা ভাবছে সরকার।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: শীতের দুর্দশায় খলনায়ক পশ্চিমী ঝঞ্ঝা


সাধারণত ডিসেম্বর জানুয়ারি মাসে রাজ্যের কলেজগুলিতে ছাত্রসংসদ নির্বাচন হয়। ভোটের জন্য একমাস আগেই বিজ্ঞপ্তি জারি করতে হয়। এবার সেই সময় নেই। তাহলে কী হবে?


আরও পড়ুন:  খুনের মামলা ও হেনস্থার প্রতিবাদে অনশনে জলপাইগুড়ি সদর হাসপাতালের চিকিত্সক


 বিকাশভবন সূত্রে খবর পাওয়া যাচ্ছে, বর্তমানে কলেজগুলিতে যে ছাত্রসংসদ রয়েছে সেগুলিরই মেয়াদ আরও একবছর বাড়িয়ে দেবে রাজ্য সরকার। এতে বিধিগত কোনও বাধাও নেই। কারণ রাজ্য সরকার সম্প্রতি যে ছাত্র নির্বাচনী বিধি তৈরি করেছে, তাতে প্রতি দুবছর অন্তর কলেজগুলিতে ছাত্র সংসদ গঠন বাধ্যতামূলক করা হয়েছে। তার ভিত্তিতেই বর্তমান সংসদগুলির মেয়াদ আরও একবছর করে বাড়ানোর ভাবনাচিন্তা হচ্ছে।