নিজস্ব প্রতিবেদন: জাতিগত শংসাপত্র (Caste Certificate) নিতে এসে দুর্গাপুর মহকুমা শাসকের দফতরে চরম হয়রানির শিকার সাধারণ মানুষ। অভিযোগ, দীর্ঘ কয়েকমাস ধরে মিলছে না জাতিগত শংসাপত্র (Caste Certificate)। সকাল থেকে লাইন দিয়েও মিলছে না শংসাপত্র।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Corona আক্রান্ত বাবা; হাসপাতালে লক্ষাধিক টাকার বিল, অবসাদে আত্মঘাতী যুবক


জানা গিয়েছে, দুর্গাপুরের মহকুমা শাসক অর্ঘপ্রসূন কাজির চেম্বারের ঠিক পাশেই রয়েছে জাতিগত শংসাপত্র (Caste Certificate) দেওয়ার অফিস। অভিযোগ, এরপরেও হুঁশ নেই প্রশাসনের। দীর্ঘ কয়েক মাস ধরে এই সরকারি পরিষেবা পেতে ভোগান্তির শিকার সাধারণ মানুষ। জাতিগত শংসাপত্র (Caste Certificate) কবে মিলবে, অফিসে কোনও বিজ্ঞপ্তিও টাঙানো নেই। ফলে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ। দীর্ঘক্ষণ অফিসের বাইরে দাঁড়িয়ে থাকার পর জানতে পারছেন, মিলবে না শংসাপত্র।


আরও পড়ুন: বকেয়া না মেটানোয় মিলছে না Corona আক্রান্তের খবর; দুশ্চিন্তায় পরিবার, কাঠগড়ায় হাসপাতাল


এই ভোগান্তির কারণ কী? কর্তৃপক্ষের দাবি, অতিমারির জন্য ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ চলছে। কর্মী সংকটের কারণেই কাজে দেরি। যদিও দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন দুর্গাপুরের মহকুমা শাসক অর্ঘপ্রসূন কাজি।