নিজস্ব প্রতিবেদন: পশ্চিমবঙ্গের রাজ‍্যপাল বিজেপির হয়ে কাজ করছেন। এই অভিযোগ এবং রাজ্যপালের পদত্যাগের দাবিতে, বুধবার দিকে দিকে তৃণমূল কর্মীদের প্রতিবাদ। জলপাইগুড়ি হোক বা পূর্ব বর্ধমানের রায়না, সর্বত্র বিক্ষোভের ছবি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: বেআইনি ভাবে মজুতের অভিযোগ, পুলিসি অভিযানে উদ্ধার ৪৭টি Oxygen Cylinder


সোমবার রাজ্যপাল জগদীপ ধনখড়ের অনুমতিতে নারদ কাণ্ডে রাজ্যের নেতা-মন্ত্রীদের গ্রেফতার করেছে সিবিআই। এরপর থেকেই বিজেপি ও রাজ্যপালের বিরুদ্ধে সরব তৃণমূলের নেতা-কর্মীরা। তাঁদের অভিযোগ, কেন্দ্রের বিজেপি সরকার ষড়যন্ত্র করে ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায় ও মদন মিত্রকে গ্রেফতার করিয়েছে। ওই কাজে মদত দিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। এই ঘটনার প্রতিবাদে সোমবার ও মঙ্গলবার কলকাতার রাজভবনের সামনে বিক্ষোভও চলে। জেলায় জেলায় শুরু হয় বিক্ষোভ। বুধবার যা ছবি দেখা গেল, জলপাইগুড়ি সদর ব্লকের ঝাঁ বাড়ি মোড়ে। সেখানে রাজ্যপালের কুশপুতুলের সৎকার করেন তৃণমূল কর্মীরা।


আরও পড়ুন: ঘূর্ণিঝড়ে পরিবর্তিত হচ্ছে 'যশ', মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকার


একই অভিযোগে বিক্ষোভ হল পূর্ব বর্ধমানের রায়না বাসস্ট্যান্ডে। সেখানে রাজ্যপাল জগদীপ ধনখড়ের অপসারণের দাবিতে সরব যুব তৃণমূল কর্মীরা। তাঁদের অভিযোগ, শান্ত বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এজেন্ট হিসেবে এরাজ্যে কাজ করছেন রাজ্যপাল। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় বিজেপি মেনে নিতে পারছে না।