নিজস্ব প্রতিবেদন: বাজি ব্যবসায়ী সংগঠন এর সঙ্গে কাল বৈঠকে রাজ্য। নবান্নে এই বৈঠকে রাজ্যের পক্ষে থাকবেন মুখ্য ও স্বরাষ্ট্র সচিব। সংগঠন এর নেতা বাবলা রায় আজ বেলা ১২ টায় মুখ্যমন্ত্রীকে চিঠি দেন। সেখানে ৩১ লক্ষ মানুষের জীবন ও জীবিকা সংশয়ের বিষয়টি জানানো হয় । বেলা সাড়ে তিনটেয় নবান্ন থেকে বাবলা রায়ের কাছে ফোন পৌঁছায়। মুখ্যসচিব আলাপন ব্যানার্জি কিছুক্ষণ কথা বলার পর ফোনে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি গোটা বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আগামিকাল বাবলা রায়কে নবান্নে ডেকে পাঠানো হয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

যে যে আর্জি রাজ্যের কাছে করা হবে


১) ১৪ ও ১৫ নভেম্বর রাত ৮ টা থেকে ১০ টা পর্যন্ত অর্থাৎ মোট ৪ ঘণ্টা রাজ্যে বাজি পোড়ানোর অনুমতি দিক রাজ্য।


২) ৩১ লক্ষ বাজি শিল্পী ও বিক্রেতার মধ্যে যাঁরা সরকারি লাইসেন্সপ্রাপ্ত, অর্থাৎ দমকল, পরিবেশ সহ অন্যান্য ৬ টি সরকারি দফতর দ্বারা স্বীকৃত, সেই ৫৩ হাজার ব্যবসায়ীকে ২ লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপুরণ দেওয়া হোক ।


রাজ্যের পাল্টা শর্ত


১) চাইনিজ বাজি নয়


২) বেশি ধোঁয়া হয় এমন বাজি নয়, যেমন সাপ বাজি, ইলেকট্রিক তার, রং মশাল।


৩) গ্রিন ( কম দূষণের বাজিই শুধুমাত্র বিক্রি করা যাবে)