নিজস্ব প্রতিবেদন: আসোনসোলে পণের দাবিতে এক গৃহবধূকে পুড়িয়ে মারার (Asansol Dowry Murder) অভিযোগ। শাশুড়ির বিরুদ্ধে পুড়িয়ে মারার অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও। যদিও ভিডিও-র সত্যতা যাচাই করেনি Zee ২৪ ঘণ্টা। ইতিমধ্য়ে স্বামী, শ্বশুর, শাশুড়ি-সহ চার জনকে আটক করেছে পুলিস। তদন্ত শুরু হয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত ধেমোমেন কোলিয়ারি এলাকায়। ২০১৫-তে ওই মহিলার বিয়ে হয়। মৃতার বাপের বাড়ির অভিযোগ, বিয়ের পর থেকেই তাঁদের মেয়েকে চাপ দেওয়া হত। বাপের বাড়ি থেকে টাকা আনার জন্য বিভিন্ন ভাবে চাপ দেওয়া হত। চাপ দিত শ্বশুর বাড়ির লোকজন। অত্যাচার করা হত। 


বৃহস্পতিবার অত্যাচারের মাত্রা চরমে ওঠে। অভিযোগ, এরপর গৃহবধূর গায়ে আগুন লাগিয়ে দেয় শাশুড়ি। তাঁকে পুড়িয়ে মারার সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। যদিও ভিডিও-র সত্যতা যাচাই করেনি Zee ২৪ ঘণ্টা। ঘটনার পর থেকেই আসানসোল এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। আসানসোল-দুর্গাপুর পুলিস কমিশনারেটের ডিসি সেন্ট্রাল কুলদীপ এসএস জানিয়েছে, এখনও থানায় লিখিত কোনও অভিযোগ জমা পড়েনি। ইতিমধ্য়ে স্বামী, শ্বশুর, শাশুড়ি-সহ চার জনকে আটক করেছে পুলিস। ঘটনার তদন্ত শুরু হয়েছে।


আরও পড়ুন: Municipal Election 2022: ১৬ ওয়ার্ডেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়, দিনহাটা পুরসভা তৃণমূলের দখলে


আরও পড়ুন: Bhatpara Fraud: লোন শোধ করুন; হোয়াটসঅ্য়াপে ফোন করে হুমকি, বিপুল টাকা মিটিয়েও আতঙ্কিত ভাটপাড়ার শিক্ষক


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)