নিজস্ব প্রতিবেদন: সপ্তাহের শেষে জাঁকিয়ে শীতের সম্ভাবনা বঙ্গে। সোমবারের পর আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর। মঙ্গল-বৃহস্পতিবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাসহ দক্ষিণবঙ্গে। হাওয়া অফিস সূত্রের খবর, আজ বিকেলের পর উত্তুরে হাওয়া ফের সক্রিয় হবে। আগামী ৪৮ ঘণ্টায় আরও ২-৪ ডিগ্রি তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন:  খাস কলকাতায় উদ্ধার রয়্যাল বেঙ্গলের চামড়া, তদন্তে একাধিক চাঞ্চল্যকর তথ্য


কলকাতায় আজ সকালে সামান্য কুয়াশা ছিল। পরে আকাশ পরিষ্কার হয়ে যায়। শুক্রবারের সর্বনিম্ন তাপমাত্রা কলকাতায় ১৫.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার বিকেলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। এ দিন বৃষ্টি হয়েছে খুব সামান্য। অন্যদিকে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, একটি সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝা আসতে পারে সোমবার। ঘূর্ণাবর্ত রয়েছে জম্মু-কাশ্মীর ও আসামে।মঙ্গল থেকে বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা রাজ্যে। মূলত কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বেশি বৃষ্টির সম্ভাবনা।


আরও পড়ুন: সেজেগুজে বসে রইল কনে, বিয়ের মণ্ডপে পৌঁছতে পারলেন না সেনা জওয়ান বর