নিজস্ব প্রতিবেদন: সাপ্তাহিক লকডাউন, অসংখ্য বিধিনিষেধের পরও বাগে মানছে না করোনা। রাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৩ হাজার ১৫৭ জন। এনিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ৯৬ হাজার ৪৩ জন। ১১ সেপ্টেম্বর অনুযায়ী রাজ্যে সক্রিয় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ২৩,৪৬১ জন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: মদ্যপানের আসরে খুন, পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার রিকসা চালকের রক্তাক্ত দেহ


পাশাপাশি গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৫৭ জন। অবশ্য আশা জাগাচ্ছে সুস্থতার হার। ২৪ ঘণ্টায় কোভিডমুক্ত হয়েছেন ৩ হাজার ১৬ জন। এখনও পর্যন্ত এনিয়ে রাজ্যে ১ লক্ষ ৬৯ হাজার ৪৩জন করোনা মুক্ত হলেন। কলকাতায় ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৫৪৩জন। রাজ্যে এখন সুস্থতার হার  ৮৬.১০%


শুধু রাজ্যই নয়। উদ্বেগ গোটা দেশেই। গত ৩৬ দিন ধরে সংক্রমণের শীর্ষে রয়েছে ভারত। কমেছে দৈনিক সুস্থতার হার। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৯৬ হাজার ৫৫১ জন। এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৪৫ লাখ ৬২ হাজার চারস ১৫ জন। গত ২৪ ঘন্টায় করোনা সংক্রমণে মারা গেছেন ১ হাজার ২০৯ জন। করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে হল ৭৬ হাজার ২৭১ জন।