জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রাজ্যে কোভিড সংক্রমণ কি ফের চিন্তা উদ্রেককারী? অন্তত রাজ্য সরকারের এই কোভিড নির্দেশিকা জারি করা দেখে তা মনে হওয়াই স্বাভাববিক। এবং ঘটনাও প্রায় তাই। রাজ্যে লাফিয়ে বাড়ছে কোভিড সংক্রমণ। এই মুহূর্তে কোভিডের যে স্ট্রেনটি দাপিয়ে বেড়াচ্ছে সেটা মাইল্ড কিছু সিম্পটম নিয়ে হাজির হচ্ছে। কিন্তু সব মিলিয়ে কোভিড পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনকই হয়ে দাঁড়াচ্ছে। এই পরিস্থিতিতে রাজ্যকে কোভিড নির্দেশিকা জারি করতে হল। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Covid-19 Update: দেশে অব্যাহত কোভিড দাপট, একদিনে আক্রান্ত ৯ হাজারের বেশি


কী কী নির্দেশিকা:


১) ভিড় এডিয়ে যান, বিশেষ করে এড়াতে হবে বয়স্ক শিশু ও প্রেগন্যান্ট মহিলাদের


২) এবার ভিড়ে তো বটেই, একটু জনবহুল জায়গায় মাস্ক মাস্ট


৩) নিয়মিত স্যানিটাইজার এবং সাবান ব্যবহার করুন আগের মতোই, বাচ্চারাও যাতে এটা করে খেয়াল রাখুন


৪) রুমালে মুখ-নাক ঢেকে কাশুন বা হাঁচুন, যত্রতত্র থুতু ফেলবেন না


৫) জ্বরে বা সর্দি-কাশিতে ভুগছেন এমন মানুষজনের থেকে সকলেই দূরে থাকুন, বিশেষ করে দূরে থাকতে হবে তাঁদের যাঁরা খুব বয়স্ক, যাঁদের কো-মরবিডিটি রয়েছে; এই নিয়ম মানতে হবে প্রেগন্যান্ট মহিলাদেরও।


৬) যাঁরা এখনও কোভিডের প্রিকশন ডোজ নেননি, তাঁরা এবার নিয়ে নিন


আরও পড়ুন: Foggy Summer Morning: তীব্র দাবদাহে পুড়ছে বাংলা! তা হলে শীতকালের মতো কুয়াশা কেন ভোরবেলায়?


৭) আপনি যদি জ্বরে ভোগেন, যদি আপনার গলায় ব্যথা হয় বা আপনি সর্দি-কাশিতে ভোগেন তবে কোভিড টেস্ট করাতে লজ্জা পাবেন না 


৮) যদি আপনার কোভিড ধরা পড়ে তবে ১ সপ্তাহের জন্য আইসোলেশনে চলে যান


৯) যদি আপনার অক্সিজেন স্যাচুরেশন কমে যায় বা শ্বাসকষ্ট হয় তা হলে দ্রুত হাসপাতালে যান বা ডাক্তারের পরামর্শ নিন


১০) শিশুদের বা বড়দের মধ্যেও যাঁদের পরিস্থিতি জটিল ও ঝুঁকিপূর্ণ বলে মনে হবে তাঁদের দ্রুত চিকিৎসা করাতে হবে 


১১) চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক বা কাফ সিরাপ খাবেন না


১২) প্রয়োজন পড়লে ফোন করুন স্টেট হেল্প লাইনে: ১৪৪১৬


১৩) কোভিডের নির্দেশিকা অনুসরণ করার জন্য দেখতে পারেন 'হোম ম্যানেজমেন্ট গাইডলাইনস ফর কোভিড' এই ওয়েবসাইটে: www.wbhealth.gov.in; নভেল করোনাভাইরাসে আক্রান্ত হলে কোন কোন গাইডলাইন মেনে চলতে হবে, সেখানে তা দেখে নিতে পারেন। 


 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)