অরূপ বসাক: অবশেষে সদ্য সন্তানহারা মা হাতি, শাবকের মৃতদেহ ছেড়ে ফিরে গেল জঙ্গলে। শনিবার বানারহাট ব্লকের কারবালা চা বাগানের নালায় পড়ে গিয়ে মৃত্যু হয় একটি হস্তীশাবকের। এরপর সারাদিন সন্তানের দেহ আগলে ঠায় দাঁড়িয়ে ছিল মা হাতি। সন্তান হারানোর শোকে হাতিটি দুই দফায় বন দপ্তরের গাড়িতে হামলাও চালায়। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Kalna: জীবিত অবস্থায় মূর্তি বসলো অবসর প্রাপ্ত সেনার...


এমনকি কয়েকবার তেড়ে গিয়েছিল জনতার দিকেও। বন দপ্তর সূত্রে খবর, শনিবার গভীর রাত পর্যন্ত মা হাতিটি মৃত শাবকের দেহ আগলে দাঁড়িয়ে ছিল। রবিবার সকালের দিকে পর্যন্ত দেহ ছেড়ে রেতির জঙ্গলে অপেক্ষারত দলের বাকি সদস্যদের কাছে ফিরে গিয়েছে হাতিটি।জানা গিয়েছে, শনিবার সন্ধ্যার পর আবার শাবকটিকে শুঁড়ে তুলে জঙ্গলের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। কিছুটা দূরে নিয়ে যেতেও সক্ষম হয়। তারপর রাস্তার উপর দেহ রেখে কিছুক্ষণ অপেক্ষা করে হাতিটি জঙ্গলে ফিরে যায়। রবিবার ভোর হতেই মৃত শাবকটিকে দেখতে ভিড় জমায় স্থানীয়রা।


ঘটনাস্থলে পৌঁছায় বন দপ্তরের কর্মী ও বানারহাট থানার পুলিস। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের থেকে অনুমতি পেলেই মৃত শাবকটির দেহ তুলে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। এই সময় মৃত শাবকটিকে তুলে নিয়ে গেলে মা হাতিটি সন্তানকে খুঁজতে চা বাগান লাগোয়া শ্রমিক মহল্লায় ঢুকে পড়তে পারে। সেই কারণেই হয়তো বনকর্মীরা হাতির দলটির দূরে চলে যাওয়ার অপেক্ষা করছেন। 


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)