গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা সংক্রমিত আরও ৩৭০ জন, মৃতের সংখ্যা বেড়ে ৫৮০
এর তুলনায় রাজ্যে করোনায় আক্রান্তের হার অনেকটাই কম। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৭০ জন।
নিজস্ব প্রতিবেদন: রাজ্যে বাড়ছে সুস্থতার হার, একথা গতকালই জানিয়েছিলেন স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। আজকের সরকারি বুলেটিনও কিছুটা স্বস্তি দিচ্ছে রাজ্যবাসীকে। একলাফে সুস্থতার হার ৬২.৫৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়ে বাড়ি ফিরেছেন ৫৩১ জন।
আরও পড়ুন: কোথা থেকে এল আগ্নেয়াস্ত্র! অমিতের গতিবিধির '৪ মিনিট' ভাবাচ্ছে তদন্তকারীদের
যদিও তুলনায় রাজ্যে করোনায় আক্রান্তের হার অনেকটাই কম। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৭০ জন। ২৩ জুন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১৪,৭২৮। ২৩ জুন অ্যাক্টিভ কেসের সংখ্যা ৪,৯৩০। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১১ জনের। এখনও পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৫৮০।
আরও পড়ুন: করোনায় 'সাবধানী' জগন্নাথও, মাসির বাড়ি গেলেন কখনও মারুতি কখনও এসি গাড়িতে
দেশে করোনার আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৪০ হাজার ছাড়াল। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১৪ হাজারের বেশি মানুষের। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে তিনশো বারো জনের। নতুন করে সংক্রমিত হয়েছেন প্রায় পনেরো হাজার। আশা শুধুমাত্র সুস্থতার হার। এখনও পর্যন্ত করোনা থেকে সেরে উঠেছেন প্রায় আড়াই লাখ মানুষ।