নিজস্ব প্রতিবেদন: করোনা আবহে ধীরে ধীরে ছন্দে ফিরছে রাজ্য। তবে করোনা সংক্রমণে অব্যাহতি মেলেনি। পরিস্থিতি মোকাবিলায় তৎপর রাজ্য প্রশাসন তার মাঝেই উদ্বেগ বাড়াচ্ছে পরিসংখ্যান, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩,১৯২ জন। এ নিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২,১৮,৭৭২। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: লোক আদালতের শুনানি এবার হোয়াটসঅ্য়াপ ভিডিয়ো কলেই, আগামিকাল রাজ্যজুড়ে বসছে ৭০টি বেঞ্চ


পাশাপাশি গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ৫৯ জন। সবমিলিয়ে করোনায় এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন মোট ৪,২৪২ জন। ১৮ সেপ্টেম্বরের হিসেবে রাজ্যে করোনায় সক্রিয় রোগীর সংখ্যা ২৪,৫০৯। যদিও রাজ্যে স্বস্তি দিচ্ছে সুস্থতার সংখ্যাও। গত ১দিনে রাজ্যে করোনামুক্ত হয়েছেন ২,৯৬০জন। সবমিলিয়ে এখনও পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১,৯০,০২১ জন। 


সরকারি তথ্য অনুযায়ী এখন রাজ্যে সুস্থতার হার ৮৬.৮৬ শতাংশ। সংক্রমণের শীর্ষে রয়েছে কলকাতা, উত্তর ২৪ পরগনা এবং হাওড়া। উত্তর ২৪ পরগনায় আক্রান্তের হার বৃদ্ধি পাচ্ছে দ্রুত। সেখানে ইতিমধ্যেই ৪৪ হাজার ছাড়িয়েছে আক্রান্তের সংখ্যা। অন্যদিকে কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছুঁই ছুঁই।