অঞ্জন রায়:  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বাংলায় বিজেপির রথযাত্রার মাঝেই রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখনও পর্যন্ত ঠিক রয়েছে, রাজ্যের চার জায়গায় জনসভা করবেন প্রধানমন্ত্রী। 


পাখির চোখ ’১৯ এর লোকসভা নির্বাচন। তার আগে বাংলার মাটি আরও আঁকড়ে ধরতে বিজেপি যে  মরিয়া, তা বলার অপেক্ষা রাখে না। বাংলায় গেরুয়া রথযাত্রার মাঝেই যে প্রধানমন্ত্রী রাজ্যে আসবেন, সেকথা আগেই ঘোষণা  হয়ে  গিয়েছিল। এবার  রাজ্যে প্রধানমন্ত্রীর আগমন ও জনসভার নির্ঘণ্ট ঘোষণা করল বিজেপি। সূত্রের খবর, চার জায়গায় জনসভা করবেন প্রধানমন্ত্রী। প্রথম জনসভা ২৪ ডিসেম্বর। এদিন দুর্গাপুরে জনসভা করবেন তিনি। এরপর ২৮ ডিসেম্বর মালদহে, ৫ জানুয়ারি শ্রীরামপুরে জনসভা করবেন প্রধানমন্ত্রী। শেষ জনসভাটি ১১ জানুয়ারি কৃষ্ণনগরে করবেন তিনি।  এখনও পর্যন্ত এই নির্ঘণ্টই চূড়ান্ত বলে জানা গিয়েছে। 


যোগী  আদিত্যনাথের সভা -আসানসোল, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বারাকপুর, হাওড়া ও শিলিগুড়ি


বিপ্লব দেবের সভা -দূর্গাপুর, ঘাটাল, মালদহ, জলপাইগুড়ি মথুরাপুর (দ: ২৪ পরগনা), ও বোলপুর


রাজনাথ সিং-এর সভা- রায়গঞ্জ, পুরুলিয়া ও বারাসত ,বসিরহাট, বনগাঁ


হেমা মালিনীর সভা - কাটোয়া ও বালুরঘাট


অরুণ জেটলির সভা - দমদম


নীতিন গডকরির  সভা- হুগলি ও গার্ডেনরিচ


স্মৃতি ইরানি - যাদবপুর, উত্তর কলকাতা ও  ডায়মন্ডহারবার


 রমন সিং - পশ্চিম  মেদিনীপুর ও ঝাড়গ্রাম


শিবরাজ সিং ও রঘুবর দাসের  সভাস্থল এখনও চূড়ান্ত হয়নি।


প্রসঙ্গত, নির্বাচনের আগে বাংলার মাটি আরও শক্ত করতে চাইছে বিজেপি।  লক্ষ্য ২২টা আসন।  আর তা ছিনিয়ে নিতে  এবার আর শুধু হিন্দুত্ববাদী প্রচারের পালে হাওয়া আনতে চাইছে না বিজেপি,বরং পথে নেমে মানুষের মন জয় করতে চাইছে তারা।  একটা সময় পথ দেখিয়েছিলেন লৌহপুরুষ লালকৃষ্ণ আডবানি।  দেশজুড়ে রথযাত্রার সাফল্য সামনে রেখে বিজেপিকে কেন্দ্রের ক্ষমতায় এনেছিলেন সেই লৌহপুরুষ।  এখন সেই পথেই হাঁটছেন  মোদী-শাহ জুটি।   উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ডের পর এবার রথ রাজনীতিকে বাংলায় আনলেন বিজেপি নেতৃত্ব। বাংলার ২২ টা আসন ছিনিয়ে নিতে তত্পর তাঁরা।  সাগর থেকে পাহাড়ে ছুটবে বিজেপির রথ। প্রচারে থাকছেন দলের শীর্ষ নেতৃত্ব। রথের রশি টানবেন খোদ অমিত শাহ।


 রাজ্যে গেরুয়া ঝড় তুলতে গোটা রাজ্যে রথযাত্রার ঘোষণা করেছিল বিজেপি।  বিজেপির তরফে জানানো হয়েছে, ৩টি রথ বেরোবে রাজ্যের ৩ প্রান্ত থেকে। তারাপীঠ, কোচবিহার ও গঙ্গাসাগর থেকে বেরোবে ৩টি রথ। ৭ ডিসেম্বর রথযাত্রা শুরু হবে কোচবিহার থেকে। ৯ ডিসেম্বর রথ বেরোবে গঙ্গাসাগর থেকে, ১৪ ডিসেম্বর  তৃতীয় রথ বেরোবে বীরভূম থেকে।  ব্রিগেডে মোদীর সভার আগে ১৬ জানুয়ারি কলকাতায় পৌঁছবে রথগুলি। প্রত্যেকটি রথের উদ্বোধন করবেন অমিত শাহ। জানুয়ারির শেষে অথবা ফেব্রুয়ারির শুরুতে ব্রিগেডে সভা করবেন প্রধানমন্ত্রী।  বিজেপির পরিকল্পনা অনুসারে, রাজ্যের ৪২টি লোকসভা কেন্দ্রেই পৌঁছবে বিজেপির কোনও না কোনও রথ।